টাঙ্গাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইলের নাগরপুরে ২০২৫ সালের এস.এস.সি.পরীক্ষায় জি.পি.এ. ৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নাগরপুর উপজেলা শাখা। ৬ সেপ্টেম্বর শনিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে বিশিষ্ট শিল্পপতি আশিকুর রহমান তুহিনের পৃষ্ঠপোষকতা নাগরপুর ছাত্রদলের আয়োজনে এ সংবর্ধনা দেয়া হয়।
নাগরপুর ছাত্রদলের আহবায়ক মীর খালিদ মাহবুব রাসেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. শহিদুর রহমান মনির এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ ছালাম।
শিক্ষানুরাগী ও বিশিষ্ট শিল্পপতি আশিকুর রহমান তুহিনের সার্বিক পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠানটি উদ্বোধন করেন উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হবি। এসময় শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। উপজেলার ২১টি শিক্ষা প্রতিষ্ঠানের ৮৮ জন জি.পি.এ ৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেষ্ট তুলে দেন অতিথি বৃন্দ।