দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

স্টাফ রিপোর্টার:

সুনামগঞ্জ জেলার মৎস্য সম্পদ রক্ষায় করণীয় শীর্ষক মতবিনিময় সভায় মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, সুনামগঞ্জের হাওরগুলোতে মাছের উৎপাদন বৃদ্ধি করতে সরকার অভয়াশ্রমের পরিকল্পনা গ্রহণ করছে। মাছের উৎপাদন বৃদ্ধির জন্য টাঙ্গুয়ার হাওরে টুরিস্টদের জন্য নীতিমালা প্রনয়ন জরুরী। অবৈধ জাল ব্যবহার করে যারা মাছ শিকার করে তাদের জন্য প্রনোদনার ব্যবস্হা করা জরুরী। পোনা মাছ যাহাতে তারা মারতে নাল পারে সে জন্য সময় নির্ধারণ জরুরী।

তিনি বলেন, শীতকালে কৃষিকাজে অতিরিক্ত কীটনাশক ব্যবহারের ফলে বর্ষা মৌসুমে সেই বিষ পানিতে মিশে মাছের ক্ষতি করছে। কীভাবে কৃষিতে বালাইনাশকের ব্যবহার কমিয়ে উৎপাদন বাড়ানো যায় এবং মৎস্যসম্পদ রক্ষা করা যায়, সে লক্ষ্যে কৃষিখাতে বালাইনাশক ব্যবহার সীমিত করতে ইতোমধ্যে একটি জাতীয় কমিটি গঠন করা হয়েছে। মাছের উৎপাদন বৃদ্ধিতে সংশ্লিষ্টদের তিনি আরও গুরুত্ব দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, বাংলাদেশে মাছের উৎপাদন বৃদ্ধির ক্ষেত্রে মিঠাপানির মাছ চাষ অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাছের প্রাপ্যতা বাড়লেও তা নিরাপদ কিনা, সে বিষয়েও নজর দিতে হবে। নিরাপদ ও মানসম্মত খাদ্য নিশ্চিত করতে মিঠাপানির মাছের চাষ বাড়াতে হবে।

তিনি আরও বলেন, মাছের বৈচিত্র্যের দিক থেকে বাংলাদেশ অনন্য। তাই মাছের বৈচিত্র্য রক্ষা এবং হাওড়, নদীসহ প্রজননক্ষেত্রগুলো সংরক্ষণে জোর দিতে হবে। নদীগুলোর নাব্যতা ফিরিয়ে আনতে সরকার সামগ্রিক পরিকল্পনা গ্রহণ করেছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) সুনামগঞ্জ সার্কিট হাউস মিলনায়তনে সুনামগঞ্জ জেলার মৎস্য সম্পদ রক্ষায় করনীয় শীর্ষক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসক ড: মোহাম্মদ ইলিয়াস মিয়ার সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন মৎস্য প্রাণী সম্পদের যুগ্ম সচিব শাহীনা ফেরদৌসী, উপদেষ্টার একান্ত সচিব ড: আবু নঈম মোহাম্মদ আব্দুছ সবুর, পুলিশ সুপার মোহাম্মদ তোফায়েল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল সহ জেলা উপজেলায় কর্মরত মৎস্য কর্মকর্তা বৃন্দ।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version