মধ্যনগর(সুনামগঞ্জ) প্রতিনিধি:
বিনা প্রতিদ্বন্দ্বিতায় মধ্যনগর উপজেলা সদর ইউনিয়ন বিএনপির সভাপতি হচ্ছেন মধ্যনগর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক কমিটির সদস্য বিপ্লব তালুকদার। এই পদে আর কোনো প্রার্থী নির্বাচন না করায় তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হতে যাচ্ছেন বলে উপজেলা বিএনপি নির্বাচন। আজ ৫ সেপ্টেম্বর উপজেলা বিএনপির আহ্বায়ক আবু হায়াত ও জৈষ্ঠ যুগ্ম আহ্বায়ক আব্দুল কাইয়ুম মজনুর সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
উপজেলা বিএনপির সূত্রে জানা যায়, মধ্যনগর সদর ইউনিয়ন বিএনপির সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি পদে বিপ্লব তালুকদার ,সহ সভাপতি পদে বিল্লাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া,সাংগঠনিক সম্পাদক পদে ফারুক মিয়া নির্বাচিত হয়েছে।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় সদ্য নির্বাচিত বিপ্লব তালুকদার বলেন,আমি অত্যন্ত আনন্দিত সদর ইউনিয়ন বিএনপির সভাপতি হিসেবে নির্বাচিত হয়ে।দয়াময় সহায় আমি সততা ও নিষ্ঠার সহিত আমি এই দায়িত্ব পালন করবো। মধ্যনগর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল কাইয়ুম মজনু বিষয়টি নিশ্চিত করে বলেন, বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে প্রার্থীরা তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। নেতাকর্মীরা খুবই উৎফুল্ল। আশা করছি সুন্দর ও সুষ্ঠু পরিবেশে নেতাকর্মীদের দীর্ঘদিনের প্রত্যাশিত কাউন্সিল অনুষ্ঠিত হবে।