নিজস্ব প্রতিবেদক: ত্রিশ কেজি মাদকদ্রব্য গাঁজাসহ দুজন মাদক কারবারিকে আটক করেছে র্যাব-১৪ (সিপিসি-৩)। আটককৃতরা হলেন- জয়পুরহাট জেলার আক্কলপুর থানাধীন মো. রনি (৩৯) ও একই নামে আরেকজন ঢাকা জেলার কেরানিগঞ্জ থানাধীন রনি (২৯)।
ত্রিশ কেজি গাঁজা উদ্ধারের সময় মাদক পরিবহনের ব্যবহৃত পিকআপ ও দুইটি মোবাইল জব্দ করা হয়। জব্দকৃত মাদকের আনুমানিক বাজার মূল্য ৯ লক্ষ টাকা।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে র্যাব-১৪ এর অধিনায়কের পক্ষে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান, র্যাবের মিডিয়া অফিসার।
এরআগে একই দিন ভোর সাড়ে ৩টার দিকে টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার নাটিয়াপাড়া বাস স্ট্যান্ড সংলগ্ন ঢাকা-টাঙ্গাইল যাত্রী ছাউনির সামনে পাকা রাস্তার উপর থেকে গাঁজাসহ তাদেরকে আটক করে র্যাব।
প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার নাটিয়াপাড়া বাস স্ট্যান্ড সংলগ্ন ঢাকা-টাঙ্গাইল যাত্রী ছাউনির সামনে পাকা রাস্তার উপর চেকপোস্ট স্থাপন করা হয়। চেকপোস্টে গাড়ি তল্লাশির সময় সিগন্যাল দিলে হলুদ ও নীল রঙের একটি মিনি পিকআপ অতিক্রমকালে গাড়িটি থামানো হয়।
এসময় পিকআপে থাকা রনি নামে দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদের সময় গাড়িতে অবৈধ মাদকদ্রব্য গাঁজা থাকার কথা স্বীকার করে। পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ি পিতআপে বিশেষ কায়দায় রক্ষিত অবস্থায় ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
আটককৃত দুজন মাদক কারবারির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দেলদুয়ার থানা পুলিশের কাছে আলামতসহ হস্তান্তর করার হয়েছে বলে ওই প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।


