রংপুর প্রতিনিধিঃ
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৩) এর অভিযানে গাইবান্ধার গোবিন্দগঞ্জ থেকে দেড় কোটি টাকা মূল্যের একটি বিরল কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করা হয়েছে। এই অভিযানে তিনজন চোরাকারবারীকে গ্রেফতার করা হয়েছে। মূর্তিটি, যা ‘মা ও শিশু’ প্রতিকৃতি হিসেবে পরিচিত, ৩৭ কেজি ওজনের এবং এর আনুমানিক বাজারমূল্য প্রায় দেড় কোটি টাকা। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৩, সিপিসি-১, দিনাজপুরের একটি দল গত ৩ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টা ১০ মিনিটে গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানাধীন কাটাবাড়ী এলাকায় অভিযান চালায়।
অভিযানে মিজানুর রহমান ওরফে সুজার (৩৫) বসতবাড়ির পাশে টিনশেডের মাটির তৈরি গোয়ালঘর থেকে মূর্তিটি জব্দ করা হয়। গ্রেফতারকৃতরা হলেন: মিজানুর রহমান ওরফে সুজা (৩৫) এবং গোলাম ফিরোজ লিটন (৩০), উভয়ই গাইবান্ধার কাটাবাড়ী এলাকার বাসিন্দা, এবং শিবু সরকার (৩০), নীলফামারীর সৈয়দপুরের লক্ষ্মণপুর এলাকার বাসিন্দা। র্যাব সূত্রে জানা গেছে, ধৃত ব্যক্তিরা দীর্ঘদিন ধরে মূল্যবান প্রত্নতাত্ত্বিক সম্পদ চোরাচালানের সঙ্গে জড়িত ছিল। জব্দকৃত মূর্তিটি একটি বিরল শিল্পকর্ম, যা কালোবাজারে উচ্চমূল্যে বিক্রির পরিকল্পনা ছিল।
র্যাবের এই সাফল্য দেশের প্রত্নতাত্ত্বিক সম্পদ রক্ষায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। অভিযানের পর জব্দকৃত মূর্তি ও গ্রেফতারকৃতদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাব-১৩ এর অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী জানান, “আমাদের লক্ষ্য দেশের সম্পদ রক্ষা করা এবং অপরাধীদের আইনের আওতায় আনা। এই অভিযান আমাদের সেই প্রতিশ্রুতিরই অংশ।” প্রত্নতাত্ত্বিক সম্পদ রক্ষায় র্যাবের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।