নীলফামারী জেলা প্রতিনিধি:
নীলফামারীর উত্তরা ইপিজেডে শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষে এক শ্রমিক নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অনেকে। এ ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে পুরো এলাকা। সূত্রে জানা যায়, উত্তরা ইপিজেডে অবস্থিত এভার গ্রিন কোম্পানির শ্রমিকরা ছাঁটাই বন্ধসহ বিভিন্ন দাবি আদায়ের লক্ষ্যে গত দুই দিন ধরে আন্দোলন চালিয়ে আসছিলেন। সোমবার (১ সেপ্টেম্বর) এরই ধারাবাহিকতায় রাতে প্রতিষ্ঠানটি কর্তৃপক্ষ আকস্মিকভাবে কোম্পানি বন্ধের ঘোষণা দিলে শ্রমিকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকাল থেকে হাজার হাজার শ্রমিক ইপিজেডের প্রধান ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ শুরু করেন। এ সময় আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছালে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং ইট-পাটকেল নিক্ষেপ শুরু হয়। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয় এবং সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।
সংঘর্ষের এক পর্যায়ে এক শ্রমিক নিহত হওয়ার খবর ছড়িয়ে পড়লে আন্দোলন আরও তীব্র রূপ নেয়। বিক্ষুব্ধ শ্রমিকরা নীলফামারী-সৈয়দপুর প্রধান সড়ক অবরোধ করে, ফলে যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি থমথমে রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।