শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি :
গাজীপুরের শ্রীপুরে বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মী ও সমর্থকদের অংশগ্রহনে আনন্দ-উচ্ছাসে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে র্যালী, আলোচনাসভা, মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) ১১ টায় শ্রীপুর উপজেলা বিএনপি নেতৃবৃন্দের ব্যানারে এসব কর্মসূচী পালন করা হয়।
বেলা সাড়ে ১১ টায় শ্রীপুর পৌরসভার টেংরা সড়কের মোড় থেকে প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালী শহরের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে টেংরা মোড়ে এসে শেষ হয়।
গাজীপুর জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ডা: শফিকুল ইসলামের সভাপতিত্বে শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলামের সঞ্চালনায় প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সবুজ, শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আক্তারুল আলম মাষ্টার এবং শ্রীপুর উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও গাজীপুর জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি শেখ ফরিদা জাহান স্বপ্না। কর্মসূচিতে উপজেলার ৮টি ইউনিয়ন এবং একটি পৌরসভা থেকে নেতাকর্মী ও সমর্থকরা অংশগ্রহণ করে।