সাপাহার(নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর সাপাহারে উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার (৪সেপ্টেম্বর) বিকেল ৫ টায় উপজেলা বিএনপির আয়োজনে উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব রফিকুল ইসলাম চৌধুরী (বেনু) এর নের্তৃত্বে জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ হতে দিবসটি উপলক্ষে একটি বিশাল আনন্দ র্যালি বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জিরো পয়েন্ট মুক্ত মঞ্চের সামনে গিয়ে শেষ হয়।
র্যালি শেষে মুক্ত মঞ্চে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন নওগাঁ-১ (সাপাহার, পোরশা, নিয়ামতপুর) আসনের বিএনপির সাবেক এমপি ডাঃ ছালেক চৌধুরী। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন নওগাঁ-১ (সাপাহার, পোরশা, নিয়ামতপুর) আসনের মনোনয়ন প্রত্যাশী পোরশা উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক মাসুদ রানা।
সাপাহার উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আব্দুর রহিম, উপজেলা বিএনপির সহ সভাপতি রেজাউল, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আনছারী,সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক আক্কাস আলী,সাপাহার উপজেলা ছাত্রদলের সদস্য সচিব হাসান আলী, রিফাত হোসেন, কলেজ শাখার ছাত্রদলের সভাপতি নাইম প্রমূখ।