চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা বিএনপির আয়োজনে শিবগঞ্জ স্টেডিয়াম মাঠ থেকে র্যালিটি শুরু হয়ে কোটবাজারে সংক্ষিপ্ত আলোচনা সভার মধ্য দিয়ে শেষ হয়।
শিবগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাবেক ছাত্রনেতা মো: সাদিকুর রহমানের নেতৃত্বে র্যালিতে উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি এবং সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী অংশ নেন। আলোচনা সভায় মো: সাদিকুর রহমান বলেন, দেশনেত্রী খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে দেশের গণমানুষের অধিকার আদায়ের সংগ্রাম চালিয়ে যেতে হবে। তিনি আরও বলেন, একটি মহল পরিকল্পিতভাবে নির্বাচনকে বানচাল করার ষড়যন্ত্র করছে। বিএনপি দেশের সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে সে ষড়যন্ত্র প্রতিহত করবে। আমাদের হাইকম্যান্ড যাকে মনোনয়ন দেবে, আমরা তার পক্ষে এবং ধানের শীষের বিজয়ের জন্য সর্বশক্তি দিয়ে কাজ করব।