দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

ইবি প্রতিনিধি:

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ক্যারিয়ার ক্লাবের উদ্যোগে ও বাংলাদেশ ইয়ুথ লিডারশিপ সেন্টার (BYLC) এর সহযোগিতায় ‘Ignite Leadership From Within’ শীর্ষক কর্মশালার আয়োজন করে। বৃহস্পতিবার (০৪ সেপ্টেম্বর) সকাল দশটার দিকে বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র-নজরুল কলা ভবনের গগণ-হরকরা গ্যালারিতে এটি অনুষ্ঠিত হয়।এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ১ম ও ২য় বর্ষের প্রায় দুই-শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

এতে সংগঠনটির সভাপতি খন্দকার আবু সাইমের সভাপতিত্বে মুখ্য-আলোচক হিসেবে উপস্থিত ছিলেন BYLC এর দক্ষতা উন্নয়ন প্রোগামের কার্যনির্বাহী সদস্য আকাশ সিংহ।

এই কর্মশালায় ক্লাব পার্টনার হিসেবে ইবি হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট ক্লাব, ইবি বিজনেস ক্লাব এবং ইবি অ্যাকাউন্টিং ক্লাব যুক্ত হয়।

লিডারশীপ উন্নয়ন বিষয়ক এ কর্মশালায় নেতৃত্ব, যোগাযোগ এবং সাফল্য এ তিনটি বিষয়ে গুরুত্বারোপ করে মূখ্য আলোচক আকাশ সিংহ বলেন, “সফল নেতার জন্য স্পষ্ট ও প্রভাবশালী বক্তব্য অপরিহার্য। এজন্য তিনি বুদ্ধিমত্তার সাথে কথা বলা, উদ্দেশ্য ও লক্ষ্য নির্ধারণ, শ্রোতাদের প্রয়োজন বোঝা এবং বক্তব্যকে পরিষ্কার ও প্রাসঙ্গিকভাবে উপস্থাপনের ওপর গুরুত্বারোপ করেন। তিনি জানান, বক্তব্যের শুরুতে আকর্ষণীয় ভূমিকা, মূল অংশে যুক্তি এবং শেষে সারসংক্ষেপ থাকা উচিত। শরীরের ভঙ্গি, অঙ্গভঙ্গি ও চোখের যোগাযোগকে তিনি কার্যকর নেতৃত্বের মূল উপাদান উল্লেখ করে বলেন, কোমরে হাত দিয়ে দাঁড়ানো, চুল নিয়ে খেলা বা পকেটে হাত রেখে কথা বলার মতো ভঙ্গি এড়ানো উচিত।”

উল্লেখ্য, প্রোগ্রাম শেষে ইবি ক্যারিয়ার ক্লাবের সাথে BYLC একটি MOU স্বাক্ষরিত হয়। এর আলোকে ভবিষ্যতে যেকোনো ধরণের BYLC এর প্রোগ্রামে ক্যারিয়ার ক্লাবের মাধ্যমে ইবির শিক্ষার্থীরা সরাসরি অংশগ্রহণ করতে পারবে এবং বিশেষ সুযোগ-সুবিধা পাবে৷

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version