ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) অধ্যয়নরত দিনাজপুর জেলার শিক্ষার্থীদের সংগঠন ‘দিনাজপুর জেলা ছাত্র কল্যাণ সমিতি’র ২০২৪-২৫ সেশনের আংশিক কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে ফোকলোর স্টাডিজ বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের পংকজ রায় ও সাধারণ সম্পাদক হিসেবে আল হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শোয়াইব বিন আছাদ মনোনীত হয়েছেন।
বুধবার(৩ সেপ্টেম্বর) সংগঠনটির উপদেষ্টা মন্ডলী ও সদ্য সাবেক সভাপতি, সাধারণ সম্পাদক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কমিটির অনুমোদন দেওয়া হয়।
কমিটি অন্য সদস্যরা হলেন, সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন ও দপ্তর সম্পাদক আব্দুল মুস্তাকিম আল মারুফ।
নব-মনোনীত সাধারণ সম্পাদক শোয়াইব বিন আছাদ বলেন, “দিনাজপুর জেলা ছাত্র কল্যাণ সমিতি শুধু একটি সংগঠন নয়, বরং দিনাজপুর থেকে আগত শিক্ষার্থীদের জন্য একটি পরিবার। এখানে প্রত্যেকে থাকবে সমান মর্যাদায়, এবং মতামত–পরামর্শের দুয়ার সর্বদা সবার জন্য উন্মুক্ত থাকবে। আমরা চাই সমিতিকে এমন এক পরিবারে রূপ দিতে, যেখানে সহযোগিতা, ভ্রাতৃত্ব ও জ্ঞানের আলো আমাদের এগিয়ে নেবে।”
সভাপতি পংকজ রায় বলেন, “দিনাজপুর জেলা কল্যাণ সমিতিএকটি পরিবার। এখানে আমরা কোন প্রকার রাজনৈতিক কার্যক্রম চালাবো না। আমরা সকলে ভাই, আমরা দ্বিধা দ্বন্দ্ব ছাড়াই যেনো একে অপরের কাছাকাছি যেতে পারি এবং বিপদে আপদে পাশে দাঁড়াতে পারি।
আমরা যারা জেলা কল্যাণের কার্যক্রমে যুক্ত হয়েছি তারা শুধু একটি পদের অধিকারী হইনি, বরং একটি বড় দায়িত্ব কাঁধে তুলে নিয়েছি। তারুণ্য, নতুন ভাবনা এবং সৃজনশীলতাই আমাদের সবচেয়ে বড় সম্পদ। আমি বিশ্বাস করি, আমাদের সকলের হাত ধরে আমাদের জেলা কল্যাণের কার্যক্রম এক নতুন উচ্চতায় পৌঁছাবে।”