গাইবান্ধা প্রতিনিধিঃ
গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলায় মাদকবিরোধী অভিযানে যাত্রীবাহী বাস দুই যুবককে ৩ কেজি গাঁজাসহ গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। তারা দুজনেই বন্ধু,মঙ্গলবার (২ সেপ্টেম্বর) উপজেলার একবারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ঢাকা–রংপুর মহাসড়কে বাস তল্লাশি চালিয়ে দুই যুবককে গাঁজাসহ আটক করা হয়।
গ্রেফতারকৃত দুই যুবক হলেন, কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি উপজেলার চন্দ্রখানা বুলবুল হোসেনেের ছেলে শাকিল আহমেদ (১৯), আরেক জন হলেন মোসলেম উদ্দিনের ছেলে নাহিদ হাসান (২০), তারা দুজনেই একই এলাকার বাসিন্দা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গাইবান্ধা জেলা কার্যালয়ের পরিদর্শক মোস্তফা জীমান বাদী হয়ে এ ঘটনায় সাদুল্লাপুর থানায় মামলা দায়ের করেছেন।
এজাহারে উল্লেখ করা হয়, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি রেইডিং টিম ঢাকা মেট্রো-ব ১৫-৮৯৫১ নম্বরের “আল-আমিন” নামক যাত্রীবাহী বাসটি আটক করে তল্লাশি চালায়। এসময় বাসের ভেতর G-3 এবং G-4 সিটে বসা দুই টিকিটবিহীন যাত্রী শাকিল ও নাহিদের দেহ তল্লাশিতে স্কচটেপে মোড়ানো অবস্থায় মোট ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ৯০ হাজার টাকা।
ঘটনাস্থলেই আলামত ওজন করে নমুনা সংগ্রহ শেষে সিলগালা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন পরিদর্শক মোস্তফা জীমান। এতে সহকারী উপ-পরিদর্শক আবু বকর সিদ্দিক, মোস্তাফিজার রহমানসহ সাতজন কনস্টেবল অংশ নেন। গ্রেফতারকৃতরা পরস্পর বন্ধু এবং বিক্রয়ের উদ্দেশ্যে গাঁজা বহন করছিল।এ ঘটনায় মামলা রুজু করা হয়েছে।