ইবি প্রতিনিধি:
ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগকে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (PSC)বিষয় কোডে অন্তর্ভুক্ত করার দাবিতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহর কাছে স্মারক লিপি জমা দিয়েছে বিভাগের শিক্ষার্থীরা। সোমবার(১ সেপ্টেম্বর) বেলা ১২ টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কার্যালয়ে স্মারক লিপি জমা দেয় শিক্ষার্থীরা।
স্মারক লিপিতে বলা হয়, বিভাগটি ১৯৯৮ সালে প্রতিষ্ঠার পর দীর্ঘ সময় অতিক্রান্ত হলেও এখনো বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (PSC)-এর তালিকায় বিভাগের নাম অন্তর্ভুক্ত হয়নি। এর ফলে বিসিএসসহ সরকারি বিভিন্ন নিয়োগ পরীক্ষায় শিক্ষার্থীরা আবেদন করতে পারছে না, যা তাদের শিক্ষাজীবন ও কর্মসংস্থানের ক্ষেত্রে বড় প্রতিবন্ধকতা সৃষ্টি করছে।
আরও বলা হয়, বিভাগের বর্তমান নাম “ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি” নামেই PSC কর্তৃক সাবজেক্ট কোড সংযুক্ত করতে হবে। এ বিষয়ে বিভাগের এলামনাই এবং গুরুত্বপূর্ণ অংশীজনদের সঙ্গে পরামর্শক্রমে সর্বসম্মত সিদ্ধান্ত গ্রহণ করছেন তারা। আগামী ১৫ কার্যদিবসের মধ্যে এ বিষয়ে বিভাগীয় পর্যায়ে দৃশ্যমান অগ্রগতি দেখতে চান শিক্ষার্থীরা।
এবিষয়ে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, “আমরা একাডেমিক কাউন্সিল এটা পাস করবো। এরপর এক মাসের মধ্যে আমাদের প্রক্রিয়া শেষ করে ইউজিসিতে পাঠাবো। তখন ইউজিসি এটা নিয়ে কাজ করবে।”