নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কলমাকান্দা উপজেলার পোগলা ইউনিয়নের চারুলিয়া মাইজপাড়ার মান্দারা বিল থেকে অবৈধভাবে উত্তোলন করা বালুসহ দুইটি নৌকা জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (২৯ আগস্ট) দুপুরে অভিযান পরিচালনা করে এ ব্যবস্থা নেওয়া হয়।
এসময় বালুভর্তি দুটি নৌকায় প্রায় ৪০০ ঘনফুট বালু পাওয়া যায়। ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হলেও পরে আদালতের নির্দেশে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়।
অভিযানে ভ্রাম্যমাণ আদালত ইমরান হাসান নামে একটি নৌকার মালিককে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০-এর আওতায় নগদ ৫০ হাজার টাকা জরিমানা করে তাৎক্ষণিক আদায় করেন।
অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসান।
স্থানীয়রা জানান, জব্দ করা নৌকার বালু সরাসরি মান্দারা বিলেই ফেলা হয়েছে, যা ফসলি জমির জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে। তারা বালু জব্দের এই উদ্যোগকে স্বাগত জানালেও বালু সংরক্ষণ বা অপসারণের বিকল্প ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন।
একজন স্থানীয় কৃষক বলেন, আদালতের সিদ্ধান্তকে আমরা সম্মান করি, কিন্তু ফসলি মাঠে বালু ফেলে দিলে কৃষকের ক্ষতি হবে। ভবিষ্যতে যেন কৃষিজমির ক্ষতি না হয়, প্রশাসনের সেদিকে নজর দেওয়া উচিত।