জসিম উদ্দীন, নেত্রকোণা
কাজের উদ্দেশ্যে রওনা দিয়ে ২০০৬ সালে নিখোঁজ হন আব্দুর সোবান (৩৫) নামে এক তরুণ। এর ১৯ বছর পর নিজ গ্রামে ফিরলেন, ফিরে দেখলেন তার স্ত্রী অন্যত্র চলে গেছে, বিষয়টি জানাজানি হলে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। সোবানকে ছোট রেখে তার মা বাবা মারা যায় তখন তার হবু শ্বশুর হুসুনের কাছে আশ্রয় পায় এবং তার এক মেয়ে রুমেলা বিয়ে করে সংসার করে।
নিখোঁজ হওয়া আব্দুর সোবান এর বাড়ি নেত্রকোণার কলমাকান্দা উপজেলার কৈলাটি ইউনিয়নের চানকোণা গ্রামের ৩ নম্বর ওয়ার্ডে মৃত আরজান এর একমাত্র ছেলে। তিনি ওই গ্রামের ছেলে বলে জানা গেছে। তার স্ত্রীসহ এক মেয়ে এক ছেলে রেখে গিয়েছিলেন, তবে বর্তমানে তিনি বাড়িতে এসে স্ত্রী সন্তান কাউকে না পেয়ে চাচার কাছে আশ্রিতা হিসেবে রয়েছে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, প্রায় দেড় যুগের ও বেশি আগে কাজের উদ্দেশ্য স্ত্রী সন্তানদের গ্রামে রেখে ঢাকায় নয়ানগর এলাকায় পাড়ি জমান সোবান। সেখানেই তিনি শ্রমিক হিসেবে উপার্জন করতেন। ২০০৬ সালে বাসা থেকে কাজের উদ্দেশ্য বের হলে সেখান থেকে কে বা কাহারা তাকে তুলে নিয়ে যায়, এরপর থেকে আর তার কোনো সন্ধ্যান পায়নি পরিবার। মাঝখানে কেটে যায় প্রায় ১৯ বছর।১৬ বছর বয়সে নিখোঁজ হয়ে অর্থাৎ ৩৫ বছরে ফিরে এলেন নিজ গ্রামে। তবে কিভাবে নিজ গ্রামে ফিরে আসলেন বা এতো বছর কোথায় ছিলেন সে বিষয়ে কিছু জানা যায়নি তার থেকে।