আটপাড়া (নেত্রকোনা) প্রতিনিধি :
নেত্রকোনার আটপাড়ায় সদ্য ঘোষিত উপজেলা বিএনপির কমিটি বাতিল ও নতুন কমিটি গঠনের দাবিতে পদ বঞ্চিতদের একাংশ ঝাড়ু মিছিল ও পুশ পুত্তলিকা দাহ করেছে। মিছিলে আন্দোলনকারীরা অতি শীঘ্রই কমিটি বাতিল করে নতুন কমিটি ঘোষণা করার দাবি জানান এবং প্রকাশিত কমিটির প্রতি নিন্দা প্রকাশ করেন।
সোমবার (২৫ আগস্ট) দুপুরে আটপাড়া উপজেলায় বিভিন্ন রাস্তায় বিক্ষোভ মিছিল করে বানিয়াজান ইউনিয়ন বিএনপির কার্যালয়ের পূর্ব পাশে মাঠে এসে একত্রিত হয় নেতাকর্মীরা।
ক্ষুদ্ধ নেতাকর্মীরা জানান, প্রকৃত নির্যাতিত যারা আছেন তারা কমিটিতে স্থান পায়নি। জেলা বিএনপির সদস্য সচিব রফিকুল ইসলাম হিলালী তার পকেট কমিটি ঘোষণা করেছেন এবং যারা ৩০ আগস্ট জেলা বিএনপির সম্মেলনে হিলালীকে ভোট দিবেন, তাদেরকেই কমিটিতে রাখা হয়েছে। মিছিল শেষে ক্ষুদ্র নেতাকর্মীরা আটপাড়া উপজেলা মাঠে পুশ পুত্তলিকা দাহ করে।
তৃণমূল সূত্রে জানা গেছে, গত ১৭ বছরে আওয়ামী লীগ সরকারের দমন–পীড়নের শিকার হয়ে অসংখ্য বিএনপি নেতা–কর্মী জেল-জুলুম, মামলাসহ নানান নির্যাতন সহ্য করেছেন। তারা প্রত্যাশা করেছিলেন, এবার দলের কমিটিতে মূল্যায়ন পাবেন। কিন্তু বাস্তবে চিত্র হয়েছে উল্টো—যারা রাজপথে ছিলেন, মামলা খেয়েছেন, কিংবা দলীয় আন্দোলনে সক্রিয় থেকেছেন তাদের বেশিরভাগকে উপেক্ষা করা হয়েছে। ফলে দলে ক্ষোভ দানা বেঁধেছে।
উল্লেখ্য, গত ২৩ আগস্ট রাতে জেলা বিএনপির আহ্বায়ক ডা. আনোয়ারুল হক ও সদস্য সচিব ডক্টর রফিকুল ইসলাম হিলালির ২১ তারিখে স্বাক্ষরিত আটপাড়া উপজেলার ১০১ জন নেতাকর্মীর নাম প্রকাশ করে একটি পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
প্রতিবাদে বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন আটপাড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি খায়রুল কবির তালুকদার, সাবেক উপজেলা বিএনপির সহ সভাপতি মোতাহার হোসেন খান, সাবেক সাধারণ সম্পাদক আহমেদ শেখ, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সাবেক সদস্য আমির খসরু স্বপন উপজেলা কৃষক দলের সভাপতি লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুল আলম লিটন, সাবেক উপজেলা ছাত্রদলের সভাপতি মূর্শেদ হাবিব ভুঁইয়া জুয়েল।
উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সোহেল, সিনিয়র যুগ্ম আহবায়ক কামাল হোসাইন তালুকদার, উপজেলা যুবদলের সদস্য সচিব নূর ফরিদ, স্বরমুশিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মুখলেসুর রহমান পরশ, উপজেলার স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ওয়েদুর রহমান উজ্জ্বল, , জেলা স্বেচ্ছাসেবকের সহ-সম্পাদক আহসান হাবিব ভূইয়া রুবেল, লুনেশ্বর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এম জি হায়দার শামীম ও মহসিন তালুকদার, সাবেক জেলা বিএনপির শিল্প বিষয়ক সম্পাদক মোশাররফ হোসেন, তালুকদারসহ সাতটি ইউনিয়নের পদ বঞ্চিত নেতাকর্মীরা।