ইবি প্রতিনিধি:
ইসলামী বিশ্ববিদ্যালয়(ইবি) অ্যাকাউন্টিং ক্লাব (IUAC)-এর ২০২৫-২৬ অর্থবছরের কার্যনির্বাহী পরিষদ গঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের সাগর আহমেদ শিবলু ও একই বর্ষের সাধারণ সম্পাদক হিসেবে আব্দুল্লাহ আল মাহমুদ নির্বাচিত হয়েছেন। রবিবার(২৪ আগস্ট) দুপুর ২ টার দিকে সংগঠনটির উপদেষ্টামন্ডলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন,
সহ-সভাপতি সাজ্জাদ হোসেন সাব্বির, নাজিয়া তাসনিম, যুগ্ম সাধারণ সম্পাদক রোকনুজ্জামান, শাকিব হোসেন, সাংগঠনিক সম্পাদক প্রতীক সরকার ঘোষ, অর্থ সম্পাদক রাসেল আহমেদ,দপ্তর সম্পাদক সুরাইয়া ইসলাম, মিডিয়া ও যোগাযোগ সম্পাদক সাইফুল ইসলাম পলাশ, ডিজাইন ও আইটি সম্পাদক নাজমুস সাকিব এবং গবেষণা ও পরিকল্পনা সম্পাদক ইবনে সাদিক।
এছাড়া কার্যনির্বাহী সদস্য সামিন ইয়াসার, ফাহমি তারান্নুম, সাদমান শাকিব
এর আগে শনিবার (২৩ আগস্ট) ব্যবসায় প্রশাসন অনুষদের ২১২ নং কক্ষে IUAC-এর কার্যনির্বাহী সদস্য, বিভিন্ন সেশনের প্রতিনিধিবৃন্দ এবং কার্যক্রমে অংশগ্রহণে আগ্রহী শিক্ষার্থীদের নিয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় অনুষ্ঠানে ক্লাবের সদ্য বিদায়ী সভাপতি ফাইমুন নোমান এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন ক্লাবের উপদেষ্টা অধ্যাপক ড.জাকির হোসেন এবং অধ্যাপক ড. জাফর আলী।
অনুষ্ঠানটির সঞ্চালনা করেন সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক ইমরান হাসিব ।
নব নির্বাচিত সভাপতি সাগর আহমেদ শিবলু বলেন, “এই দায়িত্ব পেয়ে আমি গর্বিত। সেই ধারাবাহিকতায় নতুন কমিটি সর্বোচ্চ দিয়ে কাজ করবে, যেন ক্লাবের সদস্যরা একাডেমিক কার্যক্রমের পাশাপাশি অন্যান্য দক্ষতা অর্জন করতে পারে। খুব শিগগিরই পূর্ণাঙ্গ সহ-কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হবে, যেখানে সবার অংশগ্রহণ নিশ্চিত করা হবে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, পূর্ণাঙ্গ এই কমিটির নেতৃত্বে ইসলামী বিশ্ববিদ্যালয় অ্যাকাউন্টিং ক্লাব আরও শক্তিশালীভাবে কাজ করবে। সদস্যদের নিয়ে আমরা একটি অনন্য ও আদর্শ ক্লাব হিসেবে গড়ে তুলবো।”
উল্লেখ্য, ইসলামী বিশ্ববিদ্যালয় অ্যাকাউন্টিং ক্লাব শিক্ষার্থীদের বিভিন্ন দক্ষতা অর্জনের জন্য কাজ করে যাচ্ছে। এটি কেবল একটি সংগঠন নয়, বরং সদস্যদের সেবায় নিবেদিত একটি পরিবার।