নিজস্ব প্রতিবেদক: মানুষ মানুষের জন্য,জীবন জীবনের জন্য। সমাজের দু:স্থ অসহায় মানুষ একটু সহানুভূতি পেলে তার বেঁচে থাকাটা সহজ হয়। সেইসব মানুষের জন্য নেত্রকোণার দুর্গাপুরে বিভিন্ন মানবিক কার্যক্রম করছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় কায়সার কামালের মানবিক উদ্যোগে দুর্গাপুর উপজেলার শত শত দু:স্থ-অসহায় মানুষ ফিরে পাচ্ছেন চোখের আলো। এ পর্যন্ত নেত্রকোণার দুর্গাপুরের বিভিন্ন গ্রামের ৩৮৬ জন সাধারণ মানুষ বিএনপির এই কেন্দ্রীয় নেতার অর্থায়নে চোখের চিকিৎসা পেয়ে পুরোপুরি সেরে উঠেছেন।
মানবিক এই উদ্যোগের ধারাবাহিকতায় রবিবার (২৪ আগস্ট) ১০ম ধাপে ৩৬ জন রোগীকে চোখের ছানি অপারেশনের জন্য ময়মনসিংহের ডা. কে জামান বিএনএসবি চক্ষু হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে ১৮ জন নারী ও ১৮ জন পুরুষ রয়েছেন।
‘আর্তমানবতার সেবায় বিএনপি’ এই ভাবনাকে উপজীব্য করে গরীব অসহায় মানুষকে চক্ষু চিকিৎসা ক্যাম্পের মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা দেবার এই উদ্যোগ নিয়েছেন কায়সার কামাল। দুর্গাপুর উপজেলার এই চোখের রোগীরা দীর্ঘদিন ধরে ছানি সমস্যায় ভুগলেও অর্থ সংকটে এতদিন চিকিৎসা করাতে পারেননি। কায়সার কামাল সম্পূর্ণ নিজ খরচে তাদের চিকিৎসার ব্যবস্থা করেছেন। এছাড়া চিকিৎসা সংক্রান্ত অন্যান্য যাবতীয় খরচও বহন করছেন তিনি।
চিকিৎসা নিতে আসা ফুলজান বিবি বলেন,গত ৩ বছর যাবত আমার চোখে ছানি পড়েছে। চলাফেরা করতে খুব কষ্ট হয়। গরীব মানুষ,তাই চিকিৎসা করাতে পারিনি। ব্যারিস্টার ভাইয়ের সহযোগিতায় আমার চোখের অপারেশন হবে। আমি আবার চোখে দেখতে পাবো।
অপর রোগী মোসলেম উদ্দিন বলেন, চোখে ছানি পড়েছে বেশ কয়েক বছর হলো। আর্থিক সংকটের কারণে অপারেশন করা সম্ভব হয়নি । কায়সার কামাল ভাইয়ের সহযোগিতায় আমার চোখের অপারেশন হবে।
স্থানীয় সূত্র জানায়,দুর্গাপুরের গুজিরকোণা গ্রামে ফ্রি মেডিকেল ও চক্ষু চিকিৎসা ক্যাম্প আয়োজনের মাধ্যমে ৯৩২ জন রোগীর চোখের ছানি অপারেশনের জন্য চূড়ান্ত করা হয়। পরবর্তীতে বিভিন্ন ধাপে রোগীদের চোখের অপারেশন করা হয়।
আর্তমানবতার কল্যাণে এই মানবিক কাজ অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।