নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুরে কবি বিদ্যুৎ সরকার এর ৫০তম জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা বিনিময়,আলোচনা সভা ও কবিতা পাঠ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৩ আগস্ট) রাতে সুসঙ্গ সম্মিলিত সাহিত্য পরিষদের আয়োজনে উপজেলার কুমার দ্বিজেন্দ্র পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এই আয়োজন করা হয়। এতে কবি, লেখক, পাঠক, সাংবাদিকসহ সুধী সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
এই আয়োজনে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সভাপতি ও সমাজসেবক মঞ্জুরুল হক মঞ্জু। কবি দুনিয়া মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে আলোচনা করেন কবি লোকান্ত শাওন, কবি আবুল বাশার, কবি জীবন চক্রবর্তী, দুর্গাপুর প্রেসক্লাবের সভাপতি তোবারক হোসেন খোকন, সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ, দুর্গাপুর সাংবাদিক সমিতির সভাপতি দিলোয়ার হোসেন তালুকদার, ডা. কামরুল ইসলাম, কবি শাওন হাসান, শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের সভাপতি পলাশ সাহা, কবি আল আমিন খানসহ আমন্ত্রিত অন্যান্য অতিথিবৃন্দ।
আলোচনায় অংশগ্রহণ করে কবি বিদ্যুৎ সরকার আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
অনুষ্ঠানে আলোচকরা কবি বিদ্যুৎ সরকারের জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন। তারা কবি’র উত্তরোত্তর সাফল্য কামনা করেন। তার সৃষ্টিশীলতার ক্রমবিকাশে প্রাসঙ্গিক ভাবনা তুলে ধরেন।
এছাড়া সমসাময়িক শিল্প-সাহিত্য-সংস্কৃতির নানা দিক নিয়ে আলোকপাত করেন বক্তারা। পরে কেক কেটে জন্মদিনের আনুষ্ঠানিকতা উদযাপন করা হয়। এসময় সমবেত অতিথিরা ফুলেল শুভেচ্ছায় কবিকে সিক্ত করেন।