ইবি প্রতিনিধি :
স্টুডেন্টস ওয়েলফেয়ার এসোসিয়েশন ঝিনাইদহ অঞ্চলের আয়োজনে ‘বৃত্তি ও সনদ প্রদান অনুষ্ঠান ‘ অনুষ্ঠিত হয়েছে। এই অনুষ্ঠানে ৩৫৪ শিক্ষার্থীদের মাঝে বৃত্তি ও সনদ প্রদান করা হয়। শনিবার (২৩ আগস্ট) শৈলকুপা মহিলা ডিগ্রি কলেজে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম । বিশেষ অতিথি হিসেবে শৈলকুপা মহিলা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মোঃ এনায়েত হোসেন ও স্টুডেন্টস ওয়েলফেয়ার এসোসিয়েশনের উপদেষ্টা মন্ডলীর সদস্য রাশেদুল ইসলাম রাফি উপস্থিত ছিলেন।
এ বিষয়ে রাশিদুল ইসলাম রাফি বলেন,’ স্টুডেন্টস ওয়েলফেয়ার এসোসিয়েশন ইবির পাশ্ববর্তী অঞ্চল শৈলকূপা ও ঝিনাইদহের শিক্ষার্থীদের জন্য কাজ করে। এ অঞ্চলে শিক্ষার্থীদের মধ্যে যারা জ্ঞানকে একাডেমিক শিক্ষার সাথে সামঞ্জস্য রেখে উচ্চ পরিসর বৃদ্ধি করতে চাই তাদের নিয়ে আমাদের এ আয়োজন। স্টুডেন্টস ওয়েলফেয়ার এসোসিয়েশনের মূল লক্ষ্য হলো সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক তৈরি করে জনশক্তিকে জনসম্পদে রুপান্তর করা। ‘
তিনি আরো বলেন, ‘এ বছর ৩৫৪ জনকে বৃত্তি প্রদান করা হয়েছে। বৃত্তি পরিক্ষায় প্রায় তিন হাজারের অধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেছিল। এই বৃত্তি দেওয়া হয়েছে চতুর্থ শ্রেণী থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের মাঝে।’