চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌরসভায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের দাবিতে বৃহস্পতিবার বিকেলে ব্যাপক গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। পৌরসভার ৯নং ওয়ার্ডে অনুষ্ঠিত এ গণসংযোগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা, সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক শাহজাহান মিয়ার পক্ষে নেতৃত্ব দেন শিবগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব সফিকুল ইসলাম।
এ সময় সাবেক ছাত্রনেতা মো. হাফিজুর রহমান সুমন, ৯নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক বদিউজ্জামান বাদল, জটু বিশ্বাস, আজম, যুবনেতা রুবেলসহ স্থানীয় ও পৌর বিএনপির অসংখ্য নেতাকর্মী উপস্থিত থেকে গণসংযোগে অংশ নেন। গণসংযোগ শেষে পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব সফিকুল ইসলাম বলেন—দেশনায়ক তারেক রহমানের প্রস্তাবিত ৩১ দফা রূপরেখা বাংলাদেশের জনগণের মুক্তি ও গণতন্ত্র পুনরুদ্ধারের সঠিক দিকনির্দেশনা।
দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছি। শিবগঞ্জের জনগণও এ আন্দোলনে সক্রিয়ভাবে সম্পৃক্ত রয়েছে। তিনি আরও বলেন-গণতন্ত্র পুনরুদ্ধারের এ সংগ্রামে বিএনপির নেতাকর্মীরা মাঠে আছে, জনগণের পাশে আছে এবং সর্বদা থাকবে। এ সময় তিনি সাবেক এমপি অধ্যাপক শাহজাহান মিয়ার পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।