চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উদ্যোগে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা উপস্থাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেলে ইউনিয়নের পিরোজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সভার আয়োজন করা হয়। এতে ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুর রহমান আবুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন শিবগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোছাম্মৎ সায়েমা বেগম।
২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক বাসির উদ্দিন বিশুর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শাহাবাজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল ইসলাম আদিনা, সাধারণ সম্পাদক আলহাজ মাইনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক হামিদুর রহমান, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আলহাজ্ব রেজাউল করিম সহরুল, সদস্য সচিব ইউসুফ আলী এবং স্বেচ্ছাসেবক দলের ইউনিয়ন আহ্বায়ক বেনী আমিন নবীন।
আলোচনা সভায় বক্তারা বলেন, বিগত ফ্যাসিস্ট হাসিনার মতো আর কোনো স্বৈরশাসককে বাংলাদেশে ক্ষমতায় আসতে দেওয়া হবে না। রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বপ্ন বাস্তবায়ন ও দেশের উন্নয়নের ধারাকে এগিয়ে নিতে ধানের শীষে ভোট দেওয়ার বিকল্প নেই। অনুষ্ঠানে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।