টাঙ্গাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ডায়াগনস্টিক সেন্টার এবং ভুয়া ডাক্তারদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে সহকারী কমিশনার ভূমি দীপ ভৌমিক। বৃহস্পতিবার ২১ আগষ্ট সকাল থেকে দুপুর পর্যন্ত নাগরপুর উপজেলার অনিবন্ধিত ডায়াগনস্টিক সেন্টার ও ভুয়া ডাক্তারদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এ অভিযানে নিরাপদ স্বাস্থ্য ক্লিনিকের লাইলেন্স না থাকা ও ল্যাবরেটরিতে মেয়াদ উত্তীর্ণ রিয়াজেন্ট থাকায় ভোক্তা সংরক্ষণ আইন অনুযায়ী ২০ হাজার টাকা জরিমানা করে লাইসেন্স না পাওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়। এছাড়াও তেবাড়িয়ার রাজ ডায়াগনস্টিক সেন্টারের লাইলেন্স সংক্রান্ত কাগজপত্র না থাকায়, মেডিকেল টেকনোলজিস্ট ল্যাব না থাকায় এবং মেয়াদউত্তীর্ণ কেমিকেল রিয়াজেন্ট থাকায় প্রতিষ্ঠান টিকে সিলগালা করে বন্ধ ঘোষণা করা হয়। এছাড়াও প্রতিষ্ঠানটিকে ভোক্তা সংরক্ষণ আইন অনুযায়ী ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে নাগরপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) দীপ ভৌমিক, উপজেলা প.প কর্মকর্তা মো. হাফিজুর রহমান, ডাক্তার রাকিবুল ইসলাম লিন, সেনাবাহিনীর ক্যাপ্টেন ফাহিম সহ সংশ্লিষ্টদের সদস্যগণ। এসময় ডাক্তার হাফিজুর রহমান ভুয়া ডাক্তার ও অনুমোদনহীন ডায়াগনস্টিক সেন্টার এর বিরুদ্ধে উপজেলা জনসাধারণকে সচেতন হওয়ার আহবান করেন। স্বাস্থ্য খাতের সকল ব্যবসায়ীদের উদ্দেশ্যে তিনি বলেন, আমরা উপজেলায় গুনগত স্বাস্থ্যসেবা মান নিশ্চিতকরণের লক্ষ্যে কাজ করে যাচ্ছি। তাই আপনারা গুণগত স্বাস্থ্য সেবা নিশ্চিত করুন অথবা জনগণের সাথে প্রতারণা থেকে বিরত থাকুন।