নিজস্ব প্রতিবেদক:
ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি) এর অর্থনীতি বিভাগের শিক্ষার্থীদের সংগঠন ইকোনমিক্স সোসাইটি (IES) এর আয়োজনে নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৯ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের সেমিনার রুমে এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থনীতি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. গোলাম রসূল। এ সময় বিভাগের সকল শিক্ষক-শিক্ষিকা উপস্থিত ছিলেন। নবীন শিক্ষার্থীরা অনুষ্ঠানে নিজেদের অনুভূতির কথা ব্যক্ত করেন।
পরে সংগঠনের সভাপতি ইয়ামিন হোসেন নবীনদের IES এর কার্যক্রম সম্পর্কে ধারণা দেন এবং সংগঠনের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন “শুধু পড়ালেখা করলেই ভালো কিছু করা যায় এ ধারণা থেকে বেরিয়ে আসতে হবে। তোমার সিজিপিএ যতই ভালো হোক না কেন, যদি প্রেজেন্টেশন স্কিল, জনসম্মুখে কথা বলার দক্ষতা এবং কমিউনিকেশন স্কিল না থাকে তাহলে জীবনে ভালো কিছু করা সম্ভব নয়। সকল দিকেই তোমাদের এগিয়ে যেতে হবে।” এছাড়া বিভাগের লেকচারার মোহাম্মদ টিটু বিশ্ববিদ্যালয়ের নিয়ম-শৃঙ্খলা নিয়ে আলোচনা করেন।
প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান ড. গোলাম রসূল অর্থনীতির গুরুত্বের উপর আলোকপাত করে বলেন, “অর্থনীতি একটি সমাজের ভিত্তি। এই ভিত্তি মজবুত না হলে পুরো সমাজব্যবস্থা ভেঙে পড়বে। আর অর্থনীতিবিদরাই হলেন সেই ভিত্তি নির্মাণের কারিগর। একজন ভালো অর্থনীতিবিদ পুরো সমাজব্যবস্থা পরিবর্তন করতে সক্ষম।” অনুষ্ঠানের শেষাংশে পুরাতন শিক্ষার্থীরা নবীন শিক্ষার্থীদের সাথে পরিচিত হন। এসময় বিভাগের অন্যান্য শিক্ষক-কর্মকর্তা উপস্থিত ছিলেন।