নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় সরকারি কর্মচারীকে তার দায়িত্ব পালনকালে বাধা দেওয়ার উদ্দেশ্যে আঘাত করার অপরাধে সাত মাসের সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফ্তার করেছে র্যাব-১৪।
গ্রেফতারকৃত আসামি মামুন (৩১)। তিনি কেন্দুয়া উপজেলার চরখিদিরপুর গ্রামের মৃত আ. রহমানের ছেলে।
নেত্রকোনার থানায় দায়েরকৃত মামলা নং- ১২(০৫)১৯, জিআর-(১৩২(২)১৯, টিআর- ৫৫/২৩ ধারা- ১৮৬/৩৩২ পেনাল কোড এর সাত মাসের সাজা প্রাপ্ত পলাতক আসামি হলেন গ্রেফতারকৃত মামুন।
বুধবার (২০ আগস্ট) বেলা সাড়ে ১২টার দিকে র্যাব-১৪ এর অধিনায়কের পক্ষে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানান র্যাবের মিডিয়া অফিসার।
এরআগে মঙ্গলবার দিনগত রাত্ আনুমানিক সোয়া ১১টার দিকে গ্রেফতারকৃত মামুনের অবস্থান নিশ্চিত হয়ে কেন্দুয়া উপজেলায় চরখিদিপুর এলাকায় অভিযান পরিচালনা করে মামুনকে গ্রেফতার করতে সক্ষম হয় র্যাব-১৪ (সিপিসি-২) এর কিশোরগঞ্জ ক্যাম্প।
গ্রেফতারকৃত সাজাপ্রাপ্ত আসাসি মামুনের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কেন্দুয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে র্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে।