অপেক্ষার প্রহর শেষ হলো। দীর্ঘ ৬ হাজার ৩১৪ দিন পর মাতৃভূমির আকাশে ডানা মেললেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার সকালে লন্ডন থেকে রওয়ানা দেওয়ার পর তিনি এখন বাংলাদেশের আকাশসীমায় অবস্থান করছেন।
১৭ বছরের দীর্ঘ প্রবাস জীবনের ইতি টেনে তাঁর এই ফিরে আসা দেশের সমসাময়িক রাজনীতির ইতিহাসে এক ঐতিহাসিক মুহূর্ত হিসেবে চিহ্নিত হচ্ছে।
নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়ে সবশেষ স্ট্যাটাসে তারেক রহমান লিখেছেন, ‘দীর্ঘ ৬ হাজার ৩শ ১৪ দিন পর বাংলাদেশের আকাশে’। তারেক রহমানের পোস্ট
করা ছবিতে দেখা যায়, তিনি বিমানে জানালার পাশে বসে আছেন এবং বাংলার আকাশ দেখছেন।
দীর্ঘ ১৭ বছরেরও বেশি সময় (৬,৩১৪ দিন) পর প্রিয় মাতৃভূমির আকাশে ওড়ার এই মুহূর্তে তাঁর চেহারায় ছিল এক শান্ত অথচ দৃঢ় অভিব্যক্তির ছাপ। পোস্টটি মুহূর্তের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। অল্প সময়ের মধ্যে লাখো মানুষ সেই পোস্টে তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন।
এর আগে সকালে ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে বিমানে বসে থাকা একটি ছবি পোস্ট করেন তারেক রহমান। ছবির ক্যাপশনে তিনি লেখেন- ‘ফেরা’। এই একটি শব্দই যেন কোটি নেতাকর্মীর দীর্ঘদিনের হাহাকার আর অপেক্ষার অবসান ঘটিয়েছে। ছবিতে দেখা যায়, তিনি অত্যন্ত নিবিষ্ট চিত্তে একটি নথিপত্র পড়ছেন, যা তাঁর দেশপ্রেম ও দায়িত্ববোধের বহিঃপ্রকাশ হিসেবে দেখছেন সমর্থকরা।


