ইবি প্রতিনিধি-
রোটার্যাক্ট ক্লাব অব ইসলামিক ইউনিভার্সিটি’র উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেলে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপণ করা হয়।
বৃক্ষরোপণ কর্মসূচিতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইবির সাবেক সমন্বয়ক ও ক্লাবের সাবেক সদস্য এস এম সুইট, ছাত্রশিবির ইবি শাখার সভাপতি মু. মাহমুদুল হাসান, ঐক্যমঞ্চের সাবেক আহ্বায়ক ও ক্লাবের সাবেক সদস্য ইয়াশিরুল কবির সৌরভ, সাবেক সদস্য ও সহ-সমন্বয়ক গোলাম রাব্বানী এবং পংকজ রায়।
এছাড়া আরও উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি মনির হোসেন, কোষাধ্যক্ষ মোহাম্মদ সবুজ, সার্জেন্ট এট আর্মস জায়েদ তালুকদারসহ ক্লাবের অন্যান্য সদস্য এবং অতিথি বৃন্দ।
ক্লাবের সভাপতি মনির হোসেন বলেন, গাছ আমাদের পরিবেশকে রক্ষা করে। তাই আমাদের সকলের উচিত বেশি করে গাছ লাগানো এবং পরিচর্যা করা। আর যারা এই কর্মসূচি বাস্তবায়নে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা। বিশেষ করে ক্লাবের বড় ভাই-আপুদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি যাদের সহযোগিতায় আজকের এই কর্মসূচি বাস্তবায়ন করা সম্ভব হয়েছে। সামনের দিনেও যেকোন কর্মসূচিতে সবার সহযোগিতা কামনা করছি।