দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

ববি প্রতিনিধি:

বরিশাল বিশ্ববিদ্যালয়ের(ববি) অবকাঠামোগত উন্নয়নের ৩দফা দাবিতে তৃতীয়ত বারের মতো বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। আজ সোমবার (১৮ই আগস্ট) বেলা ১২টার দিকে ঢাকা-পটুয়াখালী মহাসড়কে এক বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। গত রবিবার (১৭ই আগস্ট) শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের তিন নম্বর ফটকে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেন।

এছাড়াও বৃহস্পতিবার (১৪ আগস্ট) এই দাবিতে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক এর নিচতলায় কর্মসূচি পালন করেছেন ।  শিক্ষার্থীরা জানান, বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি তাদের দাবি না মেনে নেওয়া হয়। তাহলে তারা আরো বড় আন্দোলন ও কর্মসূচি দিতে বাধ্য হবেন। প্রতিষ্ঠার এক যুগ পরেও বিশ্ববিদ্যালয়ের কাঙ্ক্ষিত উন্নয়ন না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের আবাসন, পরিবহণ এবং শ্রেণীকক্ষ সংকটের মতো মৌলিক সমস্যাগুলো সমাধানে প্রশাসনের নীরব ভূমিকায় হতাশা ব্যক্ত করেছেন তারা।

শিক্ষার্থীদের ৩ দফা দাবি সমূহ: দ্রুততম সময়ে বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন করতে হবে।;ক্যাম্পাসের আয়তন বৃদ্ধি করতে হবে।; ও সকল শিক্ষার্থীর জন্য শতভাগ পরিবহণ সুবিধা নিশ্চিত করতে হবে। বিক্ষোভ মিছিলে অংশ নেওয়া শিক্ষার্থী মোহাম্মদ রিপন বলেন, “প্রতিষ্ঠার ১২ বছর পরও বরিশাল বিশ্ববিদ্যালয়ের কোনো কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। অধিকাংশ বিভাগে একটি মাত্র শ্রেণীকক্ষ থাকায় তীব্র সংকট দেখা দিয়েছে।

শুধু তাই নয়, আবাসন ও পরিবহণ সংকটের কারণে শিক্ষার্থীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। অথচ এ সমস্যা সমাধানে সরকারের কোনো উদ্যোগ নেই।” তিনি আরও বলেন, “আমরা আমাদের অধিকার আদায়ে তিন দফা আন্দোলন শুরু করেছি। সরকার যদি দ্রুত এ বিষয়ে কোনো ব্যবস্থা না নেয়, তবে আমরা বিশ্ববিদ্যালয় বন্ধ করাসহ পুরো দক্ষিণবঙ্গ অচল করে দিতে বাধ্য হব।” আরেক শিক্ষার্থী মোহাম্মদ মাসুম বিল্লাহ বলেন, “একজন শিক্ষার্থীর যে মৌলিক অধিকারটুকু থাকা দরকার, আমরা তা থেকেও বঞ্চিত। আমরা দ্রুত এই সংকটগুলোর সমাধান চাই।”

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version