নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার কেন্দুয়ায় গুণী শিক্ষক সম্মাননা ও শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ১০টায় কেন্দুয়া প্রেসক্লাব মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করে ইফফাত জারিন ফাউন্ডেশন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সান্দিকোনা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় (স্কুল এন্ড কলেজ) এর অধ্যক্ষ বাবুল আহম্মদ।
বিশেষ সম্মাননা প্রদান করা হয় বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক যহির উদ্দীন আহম্মদকে। তিনি দীর্ঘদিন কেন্দুয়া জয়হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করেছেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, রওশন ইজদানী একাডেমীর প্রধান শিক্ষক জাহাঙ্গীর কবীর, কাউরাট দাখিল মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মো. মুখলেছুর রহমান এবং গন্ডা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. দিলোয়ার হোসেন, কেন্দুয়া প্রেসক্লাব সাধারণ সম্পাদক আব্দুল হাই সেলিম, গনমাধ্যমকর্মী রোকন উদ্দিন।
আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, ইফফাত জারিন ফাউন্ডেশনের প্রেসিডেন্ট প্রকৌশলী মোহাম্মদ এমদাদুল হক, সাধারণ সম্পাদক মহসীন আলম ভূঞা এবং প্রধান উপদেষ্টা আব্দুল মান্নান।
বক্তারা বলেন, একজন শিক্ষকের সম্মাননা কেবল ব্যক্তিগত স্বীকৃতি নয়, এটি সমাজে শিক্ষার মর্যাদা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শিক্ষাবৃত্তির মাধ্যমে মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের লেখাপড়ায় আগ্রহ বাড়বে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠান শেষে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান করা হয় এবং গুণী শিক্ষকের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।


