দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি:

”অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নানা আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫। উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, মাছের পোনা অবমুক্তকরণ ও সফল মৎস্যচাষীদের মাঝে সম্মাননা স্বারক প্রদান করা হয়। সোমবার বেলা ১১ টার দিকে উপজেলা পরিষদের চত্বর থেকে বর্ণাঢ্য একটি র্যালি বের হয়। র্যালিটি ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা প্রাঙ্গণে এসে শেষ হয়।

্যালির পর উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয় এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা। এই সভার মূল লক্ষ্য ছিল মাছ চাষের গুরুত্ব তুলে ধরা এবং মৎস্যজীবীদের উৎসাহিত করা। সভায় সভাপতিত্ব করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা কৃষিবিদ রাশেদুল ইসলাম। তিনি বলেন, মাছ চাষ শুধু একটি পেশা নয়, এটি আমাদের দেশের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ। দেশি মাছের উৎপাদন বাড়াতে আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। আলোচনা সভা শেষে সফল মৎস্যচাষী হিসেবে তিনজনকে সম্মাননা স্মারক ও পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রহমান। তিনি বলেন, মাছের অভয়াশ্রম গড়ে তোলার মাধ্যমে আমরা আমাদের হারিয়ে যাওয়া দেশি মাছগুলোকে ফিরিয়ে আনতে পারব। এতে শুধু আমাদের খাদ্য নিরাপত্তাই বাড়বে না, বরং পরিবেশের ভারসাম্যও রক্ষা পাবে। এসময় অন্যানের মাঝে বক্তব্য রাখেন, ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. ওবায়দুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাদিয়া তাসনিম মুনমুন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মাহবুবুল আলম।

এছাড়াও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি ও মৎস্যচাষীরা উপস্থিত ছিলেন। সবশেষে, উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রহমান উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন। জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ এর এই উদ্বোধন শুধু একটি অনুষ্ঠান নয়, এটি আমাদের দেশের মৎস্য খাতে একটি নতুন দিগন্তের সূচনা। “অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশ এগিয়ে যাক, এটাই আমাদের প্রত্যাশা।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version