নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার পূর্বধলায় উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বিভাগের আয়োজনে প্রধান নদ-নদীগুলোর সমন্বিত পানি ব্যবস্থাপনা নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে ইনস্টিটিউট অব ওয়াটার মডেলিং (IWM) পরিচালিত শীর্ষক সমীক্ষার অংশ হিসেবে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাজনীন আখতার।
এ সময় বক্তব্য রাখেন, পানি ব্যবস্থাপনা প্রকৌশলী জাকির হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা জুবায়ের হোসেন, প্রাণি সম্পদ কর্মকর্তা নাজমুল হাসান, মৎস্য কর্মকর্তা অপরাজিতা রায়, উপজেলা বিএনপি’র যুগ্ন-আহবায়ক হাবিবুর রহমান ফকির, সায়েদ আল মামুন শহিদ ফকির, আব্দুল মান্নান, উপজেলা বিএনপির সাবেকসহ সভাপতি দেলোয়ার আহমেদ দর্পন, যুবদলের আহবায়ক এনামুল হক হলুদ, উপজেলা ইসলামী আন্দোলনের সাধারণ সম্পাদক আমিনুল হক লিমন, বৈষম্য বিরোধী সমন্বয় ফুয়াদ আহমেদ, সাংবাদিক হাবিবুর রহমান, কৃষক এ কে এম ইয়াহিয়া ও সেকান্দর আলী প্রমূখ।
সভায় বক্তারা বলেন, নদী ভাঙ্গন রোধ, জলাবদ্ধতা নিরসন, কৃষি সেচব্যবস্থার উন্নয়ন এবং মৎস্যসম্পদ রক্ষায় সমন্বিত পানি ব্যবস্থাপনার বিকল্প নেই। উপজেলায় পানি ব্যবস্থাপনাকে কেন্দ্র করে কৃষি, মৎস্য ও জীববৈচিত্র্য সরাসরি প্রভাবিত হয়। তাই দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনা গ্রহণ জরুরি।
ইউএনও নাজনীন আখতার বলেন, সমীক্ষার আলোকে টেকসই পানি ব্যবস্থাপনা পরিকল্পনা প্রণয়ন করা গেলে কৃষি ও জীবিকানির্ভর অর্থনীতিতে নতুন সম্ভাবনা সৃষ্টি হবে। গবেষণা শেষে উপজেলার নদ-নদী ও জলসম্পদকে কাজে লাগিয়ে একটি সমন্বিত উন্নয়ন কৌশল তৈরি করা হবে।
সভায় স্থানীয় জনপ্রতিনিধি, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা, শিক্ষাবিদ, কৃষক, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।