দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

নিজস্ব প্রতিবেদক: “অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের মতো নেত্রকোনার কেন্দুয়াতেও জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ (১৮-২৪ আগস্ট) বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে।

এ উপলক্ষে রবিবার (১৮ আগস্ট) সকালে উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব ইমদাদুল হক তালুকদার। তিনি বলেন, “দেশীয় মাছ রক্ষায় অভয়াশ্রম গড়ে তোলা সময়ের দাবি। মাছ শুধু প্রোটিনের যোগানই নয়, বরং এটি আমাদের অর্থনীতি ও জীবিকার অন্যতম চালিকাশক্তি। সরকারের পাশাপাশি সাধারণ মানুষের অংশগ্রহণ ছাড়া এ খাতের উন্নয়ন সম্ভব নয়।”

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোছা. খাদিজা খাতুনের সভাপতিত্বে এবং উপজেলা সমবায় কর্মকর্তা মো. কামরুজ্জামান চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. হুমায়ুন দিলদার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. মতিউর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. ইউনূস রহমান (রনি), মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা রহিমা আক্তার, উপজেলা তথ্যসেবা কর্মকর্তা অনিকা আক্তার, কেন্দুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আব্দুল হাই সেলিম, পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও মৎস্যচাষি জসিম উদ্দিন আহমেদ খোকন, উপজেলা জামায়াতের আমির সাদেকুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের কমান্ডার মো. নূরুল হক, জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের সভাপতি মোহাম্মদ সালাহ উদ্দিন সালাম, উপজেলা গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. খায়রুল বাশার, এনসিপির আহ্বায়ক মো. নাহিদ হাসান ও মৎস্যচাষি আবুল হাশেম প্রমুখ।

বক্তারা বলেন, মৎস্য খাত জাতীয় আয়ের একটি গুরুত্বপূর্ণ অংশে পরিণত হয়েছে। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে মৎস্যচাষে আরও অগ্রগতি সম্ভব। সবাই একসঙ্গে কাজ করলে দেশি মাছের ভাণ্ডার আবারও সমৃদ্ধ হবে।

আলোচনা সভা শেষে উপজেলার সফল ও কৃতি মৎস্যচাষিদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পরে অতিথিরা উপজেলা পরিষদ চত্বরের পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন।

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মাইকিং, মাছের পোনা অবমুক্তকরণ, প্রদর্শনী, র‌্যালি, জনসচেতনতা বৃদ্ধি কার্যক্রমসহ নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে বলে আয়োজকরা জানান।

1 2
Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version