নিজস্ব প্রতিবেদক: “অভয়াশ্রম গড়ে তুলি, দেশী মাছে দেশ ভরি”- এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উদযাপিত হয়েছে।
সোমবার (১৮ আগস্ট) সকাল ১১টায় উপজেলা পরিষদ কনফারেন্স রুমে এ উপলক্ষে আলোচনা সভা ও সম্মাননা পুরস্কার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা মো. জাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাইযুল ওয়াসীমা নাহাত।
অনুষ্ঠানে উপজেলার তিনজন সফল মৎস্যজীবী- মো. সাইরুল ইসলাম, মো. মানিক আজাদ ও বাছির উদ্দিন তালুকদারকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
আলোচনা সভা শেষে প্রশাসন প্রাঙ্গণ থেকে একটি র্যালি বের হয়ে উপজেলা পরিষদ প্রাঙ্গণের পুকুরে মৎস্য পোনা অবমুক্তকরণের মাধ্যমে সপ্তাহের উদ্বোধন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভূমি কর্মকর্তা (এসিল্যান্ড) মো. মাহমুদুল হাসান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কনিকা সরকার, কৃষি কর্মকর্তা সাইফুল ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।