স্টাফ রিপোর্টার: যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় বিএনপি নির্বাহী কমিটির সদস্য কয়ছর এম আহমেদ বলেছেন, আমরা আশা করি অন্তবর্তীকালীন সকরকারের প্রতিশ্রতি অনুযায়ী আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হবে। অবাধ সুষ্ঠু নির্বাচন হলে জাতীয়তাবাদী দল বিএনপি সরকার গঠন করবে। আর দেশ নায়ক তারেক রহমান হবেন দেশের প্রধানমন্ত্রী। তার নেতৃত্ব গণতন্ত্র পুনরুদ্ধার হবে। দেশে শান্তি প্রতিষ্ঠিত হবে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), জগন্নাথপুর উপজেলার উদ্যোগে ১৭ (আগস্ট) রবিবার রাত ৮ টায় সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন শাখা’র নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি। এসময় তিনি বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার এদেশে উন্নয়নের নামে লুটপাট করেছে। গণতন্ত্র হরণ করে গুম,খুনের রাজত্ব কায়েম করেছে। বিগত ১৭ বছর বিএনপি তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারে সংগ্রাম করেছে। আমাদের হাজার হাজার নেতা শহীদ হয়েছে। অনেকেই গুম হয়েছেন। অনেকেই মামলা,হামলা ও জেল কেটেছেন। ছাত্রজনতার আন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশ ছাড়তে বাধ্য হয়েছে। তার দোসররা এখনো ঘাপটি মেরে দেশে অস্থিরতা চালাচ্ছে। তাদের থেকে সতর্ক থাকতে হবে। আওয়ামীলীগ আমলে সুবিধাভোগীরা বিএনপির সদস্য হতে পারবে না বলে মন্তব্য করেন তিনি। সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন বিএনপির আহবায়ক লুৎফুর রহমান কামালীর সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক মোঃ রাহিন তালুকদারের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য, সুনামগঞ্জ দায়রা ও জেলা জজ আদালতের পিপি মল্লিক মঈন উদ্দীন সুহেল,বিশেষ অতিথি বক্তব্য রাখেন,সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আনছার উদ্দীন, জগন্নাথপুর উপজেলা বিএনপির আহবায়ক সৈয়দ মুসাব্বির আহমদ, জগন্নাথপুর উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য লুৎফর রহমান চৌধুরী।
জগন্নাথপুর উপজেলা যুবদলের আহবায়ক আবুল হাশিম ডালিম, সিনিয়র যুগ্ম আহবায়ক জুবেদ আলী লখন, যুক্তরাজ্য যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক আলিফ মিয়া।
সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক সৈয়দ মুহাদ্দিস আহমদ, জগন্নাথপুর উপজেলা ছাত্রদলের আহবায়ক মামুনুর রশীদ মামুন, জগন্নাথপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব শামসুল ইসলাম জাবির, জগন্নাথপুর ডিগ্রী কলেজ ছাত্রদলের সভাপতি জাকারিয়া আহমদ প্রমুখ।