রংপুর প্রতিনিধিঃ
রংপুরের গংগাচড়া থানা এলাকায় চাঞ্চল্যকর ২ শিশু হত্যাকাণ্ডের এজাহারনামীয় প্রধান আসামি মোঃ মনু মিয়া (২৮) গ্রেফতার হয়েছেন। গত ১৫ আগস্ট ২০২৫, সন্ধ্যা ৭:১০ মিনিটে র্যাব-১৩ এবং র্যাব-১ এর যৌথ অভিযানে গাজীপুরের কোনাবাড়ী ফ্লাইওভার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এই নৃশংস হত্যাকাণ্ড স্থানীয় ও সামাজিক গণমাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছিল। জানা যায়, গত ৫ আগস্ট ২০২৫ সকাল সাড়ে ৯টার দিকে শিশু আব্দুর রহমান ওরফে রোমান (৮) এবং মারুফ (৬) তাদের বাড়ির বাইরে খেলতে যায়।
কিন্তু তারা আর ফিরে আসেনি। পরিবারের খোঁজাখুঁজি ও মাইকিংয়ের পরও তাদের সন্ধান না মেলায় স্থানীয়দের সহায়তায় ঘাঘট নদী সংলগ্ন বালুর পয়েন্ট থেকে একই দিন দুপুর ১:৪০ মিনিটে দুই শিশুর জখমপ্রাপ্ত মৃতদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় রোমানের পিতা বাদী হয়ে গংগাচড়া থানায় হত্যা মামলা দায়ের করেন (মামলা নং-১২/২৬১, তারিখ: ০৭/০৮/২০২৫, ধারা: ৩০২/২০১/৩৪ পেনাল কোড-১৮৬০)। এই হত্যাকাণ্ডের পর এলাকায় তীব্র ক্ষোভ ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।
সামাজিক মাধ্যমে ঘটনাটি ভাইরাল হওয়ায় র্যাব দ্রুত পদক্ষেপ নেয়। তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তৎপরতার মাধ্যমে র্যাব-১৩, রংপুর এবং র্যাব-১, গাজীপুরের একটি চৌকস দল গাজীপুরের কোনাবাড়ীতে অভিযান চালিয়ে আসামি মনু মিয়াকে গ্রেফতার করে। গ্রেফতারের পর তাকে গংগাচড়া থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাবের অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী জানান, “ ‘বাংলাদেশ আমার অহংকার’—এই মূলমন্ত্রকে হৃদয়ে ধারণ করে র্যাব অপরাধ দমনে অবিচল প্রতিশ্রুতি নিয়ে কাজ করে যাচ্ছে। হত্যা, ধর্ষণ, রাহাজানিসহ সমাজের সকল নৃশংস অপরাধের বিরুদ্ধে আমাদের নিরলস সংগ্রাম অব্যাহত থাকবে, যাতে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয় এবং সমাজে শান্তি ও নিরাপত্তা ফিরে আসে।”