নাগরপুর(টাঙ্গাইল)সংবাদদাতা:
ইসলামি ছাত্র আন্দোলনের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরপুর উপজেলা শাখার উদ্যোগে শনিবার (১৬ আগস্ট ২০২৫) সকালে এক বর্ণাঢ্য র্যালি ও ফ্রি ব্লাড গ্রুপিং কর্মসূচির আয়োজন করা হয়। সকালে আয়োজিত র্যালিটি উপজেলা সদরের প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ করে। এতে ইসলামি ছাত্র আন্দোলনের উপজেলা সভাপতি মো. ইব্রাহিম খলিল, সেক্রেটারি মো. হারুন মিয়া ছাড়াও সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
র্যালি শেষে অত্র সংগঠনের আয়োজনে উপজেলা মোড়ে অনুষ্ঠিত হয় ফ্রি ব্লাড গ্রুপিং কর্মসূচি, যেখানে স্থানীয় ছাত্র-যুব সমাজের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। কর্মসূচি পরিদর্শন করেন নাগরপুর উপজেলা যুব জামায়াতের সভাপতি ডা. এম. এ. মান্নান এবং উপজেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি তোফায়েল আহমেদ। এ সময় বক্তারা বলেন, শিক্ষার্থীদের মধ্যে মানবিকতা ও সামাজিক দায়িত্ববোধ গড়ে তুলতে এই ধরনের কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ইসলামী সংগঠনগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সমন্বয়ের মাধ্যমে একটি আদর্শ সমাজ গঠনের লক্ষ্যে আমাদের অগ্রযাত্রা অব্যাহত থাকবে। ব্লাড গ্রুপিং কর্মসূচি শেষে উপজেলা ইসলামী আন্দোলনের কার্যালয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা জামায়াত ও ইসলামী ছাত্রশিবিরের উক্ত দুই শীর্ষ নেতা অংশগ্রহণ করেন। উপস্থিত ছিলেন ইসলামি আন্দোলনের উপজেলা সভাপতি মো. বাবুল হোসেন, সেক্রেটারি মুফতি আল আমিন প্রমুখ।