নিজস্ব প্রতিবেদক: আগামী জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-৪ আসনের জামায়াতের মনোনীত এমপি প্রার্থী অধ্যাপক আল হেলাল তালুকদার বলেছেন, এদেশের মানুষ বিগত ৫৪ বছরে অনেক সরকারের শাসন দেখেছে। কোন সরকারই মানুষের কল্যাণে কাজ করেনি। যারাই ক্ষমতায় এসেছে হাজার কোটি টাকা বিদেশে প্রাচার করেছে। জামায়াত ক্ষমতায় এলে দেশের টাকা বিদেশে প্রাচার হবেনা,আমরা চাঁদাবাজী করিনা,চাঁদাবাজদের প্রশ্রয় দেই না। লুটপাট, দখলবাজ ও চাঁদাবাজদের এদেশের মানুষ আর ভোট দিবেনা।আগামীর বাংলাদেশ হবে ন্যায় ও ইনসাফের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। জামায়াত ক্ষমতায় গেলে এদেশের মানুষকে একটি কল্যাণ রাষ্ট্র উপহার দিবে। কেউ কারো হক নষ্ট করবেনা।কারো উপর কোনরূপ জুলুম করা হবে না।
শনিবার (১৬ আগস্ট) খালিয়াজুরী ও মদন উপজেলার বিভিন্ন এলাকায় পথ সভা চলাকালে তিনি এসব কথা বলেছেন।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা ছাদেক আহমাদ হারিছ। তিনি বলেন, জামায়াত একটি সৎ নেতৃত্বের বলিষ্ঠ সংগঠনের নাম। বিগত সময়ে আমাদের দুই জন মন্ত্রী তিনটি মন্ত্রনালয় পরিচালনা করেছেন। তাদের বিরুদ্ধে এক টাকার দুর্নীতিও কেউ দেখাতে পারেনি। আলেম-ওলামাদের নেতৃত্বে জাতি আজ ঐক্যবদ্ধ। আসুন আমরা চাঁদাবাজদের পরিহার করে সৎ নেতৃত্ব প্রতিষ্ঠা করি। আগামী সংসদের ভোট হোক সৎ ও ন্যায়ের পক্ষে।
অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা রুহুল আমিন, মোহনগঞ্জ উপজেলা জামায়াতের আমির মো. মোফাজ্জল হোসেন সবুজ, মদন উপজেলা জামায়াতের আমির মাওলানা ওয়ালিউল ইসলাম, খালিয়াজুরী উপজেলা জামায়াতের আমির মাওলানা ইসমাইল হোসেন।
এতে আরও উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের ওলামা বিভাগের সভাপতি মাওলানা নুরুল্লাহ ভূইয়া, জেলা তারবিয়াহ বিভাগের সেক্রেটারি মোঃ বদরুল আমিন, জেলা ইউনিট সদস্য আবুল কালাম মদন উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মোঃ হোসাইন আহমদ, খালিয়াজুরী উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মোঃ রাসেল আহমদসহ স্থানীয় নেতৃবৃন্দ।