নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে নিজেকে নিয়ে প্রচারিত সংবাদ অসত্য ও বানোয়াট দাবী করে প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় কবিরাজ মো. জালাল উদ্দিন।
শনিবার (১৬ আগস্ট) দুপুরে দুর্গাপুর প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে অন্ধ কবিরাজ জালাল উদ্দিনের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন তারই বড় ভাই রমজান আলী।
তিনি জানান, দৃষ্টিহীন হয়েও ধর্মীয় শিক্ষা ও আধ্যাত্মিক চর্চার মাধ্যমে দীর্ঘ প্রায় সাত-আট বছর ধরে শিশু, নারী-পুরুষের নানা ধরনের রোগ-বালাই, পারিবারিক জটিলতা ইত্যাদির সমাধানে তিনি চেষ্টা চালিয়ে আসছেন। এর বিনিময়ে কোনো নির্দিষ্ট পারিশ্রমিক গ্রহণ না করে, উপকার পাওয়া রোগীরা স্বেচ্ছায় যা প্রদান করেন তাই গ্রহণ করেন বলে উল্লেখ করেন তিনি।
তিনি আরো বলেন, ইতোমধ্যে কয়েক হাজার মানুষ তাঁর চিকিৎসা কার্যক্রম থেকে উপকৃত হয়েছেন এবং স্থানীয় এলাকার পাশাপাশি দূরদূরান্ত থেকেও বহু মানুষ তাঁর কাছে চিকিৎসা নিতে আসেন। আমি মহান আল্লাহর কালাম দিয়ে চিকিৎসা দিয়ে থাকি। এতে অনেকেই হিংসা করে আমার নামে নানা কুৎসা রটাচ্ছে।
সম্প্রতি এনটিভি অনলাইনসহ কয়েকটি অনলাইন পোর্টালে তাঁর কার্যক্রম নিয়ে অসত্য, বানোয়াট ও উদ্দেশ্যমূলক সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবী করেন জালাল উদ্দিন। তিনি এসব সংবাদকে ভিত্তিহীন উল্লেখ করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, কবিরাজ মো. জালাল উদ্দিন, আবুল মিয়া, কামাল উদ্দিন, দেলোয়ার হোসেন, মঞ্জুরুল হক, জামাল উদ্দিন প্রমুখ।