রংপুর প্রতিনিধিঃ
রংপুরের তারাগঞ্জ উপজেলার খিয়ারজুম্মা বাজারে বাংলাদেশ সেনাবাহিনীর একটি বিশেষ অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ টাপেন্টাডল ট্যাবলেটসহ সুজন (২৪) নামে এক যুবককে আটক করা হয়েছে। গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে বুধবার দিবাগত রাত আড়াইটায় সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশনের ৭২ পদাতিক ব্রিগেডের আওতাধীন এডহক ৩৪ ইস্ট বেঙ্গল (মেক) ইউনিটের ক্যাপ্টেন রাকিবুলের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে ৩১০ পিস টাপেন্টাডল ট্যাবলেট, একটি মোবাইল ফোন এবং ৯৯০ টাকা উদ্ধার করা হয়।
জানা যায়, সুজন দীর্ঘদিন ধরে খিয়ারজুম্মা বাজার এলাকায় নিষিদ্ধ টাপেন্টাডল ট্যাবলেটের বেচাকেনার সঙ্গে জড়িত ছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর টহল দল তাকে হাতেনাতে আটক করে। অভিযানের সময় তার কাছ থেকে উদ্ধারকৃত মাদক ও অন্যান্য সামগ্রী জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর সুজনকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তারাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। এলাকাবাসী সেনাবাহিনীর এই সক্রিয় ভূমিকার প্রশংসা করে বলেন, এ ধরনের অভিযান তরুণ প্রজন্মকে মাদকের কুপ্রভাব থেকে রক্ষা করতে সহায়ক হবে।
তারা সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন। সেনাবাহিনীর কর্মকর্তা ক্যাপ্টেন রাকিবুল জানান, মাদক কারবারিদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।