পবিপ্রবি প্রতিনিধি:
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ব্যবসায় প্রশাসন অনুষদের ম্যানেজমেন্ট বিভাগের ১০ম ব্যাচের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ আগস্ট) লেবুখালির বিশ্ববিদ্যালয় স্কয়ার সংলগ্ন ‘দ্যা বিরতি’ রেস্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগীয় চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ মুজাহিদুল ইসলাম এবং সঞ্চালনা করেন মোফাসেরুল হক তন্ময়।
প্রধান অতিথি ছিলেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন ও ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মো. সুজাহাঙ্গীর কবির সরকার। বিশেষ অতিথি ছিলেন সহযোগী অধ্যাপক মো. মমিন উদ্দিন ও মো. তারিকুল ইসলাম। প্রধান অতিথি শিক্ষকদের নেতৃত্বে বিভাগের সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখার আশাবাদ ব্যক্ত করেন এবং শিক্ষার্থীদের কল্যাণে সহযোগিতার প্রতিশ্রুতি দেন।
বিশেষ অতিথিরা বিভাগকে একটি পরিবার আখ্যা দিয়ে একাডেমিকের পাশাপাশি সহপাঠক্রমিক কার্যক্রমে অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন। অনুষ্ঠানে শিক্ষার্থীদের ক্রেস্ট ও ফুল দিয়ে বরণ করা হয়। চায়না গভর্নমেন্ট স্কলারশিপে হারবিন ইনস্টিটিউট অব টেকনোলজিতে সুযোগ পাওয়ায় সহযোগী অধ্যাপক মো. তারিকুল ইসলামকে সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠান শেষে শিক্ষক-শিক্ষার্থীরা নৈশভোজে অংশ নেন। উল্লেখ্য, ২০১৬ সালে মেজর সাবজেক্ট হিসেবে যাত্রা শুরু করা ম্যানেজমেন্ট বিভাগের এটি ১০ম ব্যাচের ওরিয়েন্টেশন।