মৌলভীবাজার প্রতিনিধি:
ঢাকার কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে দাঙ্গার সময়ে পালানো হত্যা মামলার আসামি রিপনকে ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯। র্যাব-৯ জানায়, ২০২৪ সালের ৬ই আগস্ট সকালে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে একদল কারাবন্দি দলবদ্ধ হয়ে মারাত্মক অস্ত্র নিয়ে দাঙ্গা হাঙ্গামা শুরু করে।
তারা ডিউটিরত কারারক্ষীদের জিম্মি করে, ভবন ভাঙচুর ও অগ্নিসংযোগ চালায় এবং বৈদ্যুতিক পিলার ভেঙে মই তৈরি করে বাউন্ডারি পার হতে ব্যবহার করে বাউন্ডারি টপকে পালিয়ে যায়। এ ঘটনায় কোনাবাড়ি থানায় মামলা দায়ের করা হয়। ঘটনার পর র্যাব-৯ ছায়া তদন্ত ও গোয়েন্দা তৎপরতা জোরদার করে। গোপন তথ্যের ভিত্তিতে র্যাব-৯ এর মৌলভীবাজার (সিপিসি-২) ও ব্রাহ্মণবাড়িয়া (সিপিসি-১) ক্যাম্পের যৌথ দল ১২ই আগস্ট রাত পৌনে ৯ টার সময় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ভাদুঘর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালায়।
এ সময় হত্যা মামলার পলাতক আসামি মৌলভীবাজারের কমলগঞ্জের রামেশ্বরপুর গ্ৰামের আকবর আলীর ছেলে রিপন (২৯)কে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাব-৯ জানিয়েছে,আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে তাদের গোয়েন্দা নজরদারি ও অভিযান চলমান থাকবে। র্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ বুধবার (১৩ই আগস্ট) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।