জবি প্রতিনিধি:
জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ দেশের সার্বিক উন্নয়নে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) প্রেসক্লাবের গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নূরুল হক নূর।
বুধবার (১৩ আগস্ট) রাতে বিশ্ববিদ্যালয়ের অবকাশ ভবনে অবস্থিত প্রেসক্লাব কার্যালয়ে নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দের সাথে সাক্ষাৎকালে তিনি এ প্রশংসা করেন।
নূর বলেন, “সাংবাদিকরা সাধারণত বাংলাদেশের নির্যাতিত, নিপীড়িত মানুষকে আপন মনে করে সংবাদ পরিবেশন করেন। আপনারা আছেন বলেই আমরা সাহস পাই। প্রতিটি আন্দোলন সংগ্রামে আপনাদের দৃঢ় ভূমিকা আমাদের অনুপ্রেরণা জোগায়।”
তরুণদের নিয়ে নিজের ভাবনার কথা জানিয়ে তিনি আরও বলেন, “আমাদের দেশের তরুণ ও শিক্ষিত ব্যক্তিরা যদি রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হয়, তবে অবকাঠামোগত, অর্থনৈতিক, সামাজিক ও মানসিক উন্নয়ন আরও সহজ হবে। এ দেশের ভবিষ্যৎ পরিবর্তনের জন্য তরুণ নেতৃত্বের অংশগ্রহণ অপরিহার্য।”
এসময় জবি প্রেসক্লাবের সভাপতি মেহেদি হাসান বলেন, “প্রেসক্লাব সবসময়ই বস্তুনিষ্ঠ ও আপোষহীন সাংবাদিকতা করে এসেছে। আগামীতেও শিক্ষার্থীদের অধিকার ও দেশের কল্যাণে নিরপেক্ষভাবে সংবাদ পরিবেশনের ধারাবাহিকতা বজায় থাকবে।”
সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন জবি প্রেসক্লাবের সদস্যবৃন্দ এবং ছাত্র অধিকার পরিষদের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ।