নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুরের সাতটি গ্রাম উপজেলা থেকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্রের প্রতিবাদে এলাকাবাসীর আয়োজনে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সাতটি গ্রাম দুর্গাপুর থেকে বিচ্ছিন্ন করে আনন্দপুর মডেল ইউনিয়ন গঠন করে কলমাকান্দা থানার অন্তর্ভুক্ত করার প্রস্তাবনার প্রতিবাদ জানান এলাকাবাসী।
বুধবার (১৩ আগস্ট) উপজেলা পরিষদ চত্ত্বরে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। পরে ইউএনও’র মাধ্যমে স্মারকলিপি প্রদান করেন এলাকাবাসী।
এর আগে এক বিক্ষোভ মিছিল পৌর শহর প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ চত্ত্বরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তারা বলেন,দুর্গাপুরের বাকলজোড়া ইউনিয়নের পাইকপাড়া গ্রাম এবং চন্ডিগড় ইউনিয়নের ছয়টি গ্রাম নাগেরগাতী, বড়ইউন্দ, আলমপুর, নোয়াগাঁও, সিংপুর ও মুনসুরপুর গ্রাম দুর্গাপুর উপজেলা থেকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্র করছে একটি কুচক্রী মহল। আমরা এই ষড়যন্ত্রের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এটি কোনভাবেই হতে দেয়া হবে না। এটি কোনভাবে মেনে নেয়া হবে না। আমরা এলাকাবাসী ঐক্যবদ্ধ রয়েছি। যেকোনো মূল্যে এটি আমরা প্রতিহত করবো।
এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সাবেক ইউপি চেয়ারম্যান ইমাম হাসান আবুচান, বিএনপি নেতা এম রফিকুল ইসলাম, আনোয়ার হোসেন খলিফা, ইলিয়াস হোসেন আব্বাসী, আসাদুজ্জামান আসাদ সহ এলাকার স্থানীয় ব্যক্তিবর্গ।