মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও রেলওয়ে স্টেশনের দুই পাশেই অবৈধভাবে দখল করা দোকানপাট ও বসতবাড়ি উচ্ছেদ করা হয়েছে। রেলওয়ে ও প্রশাসনের যৌথ উদ্যোগে গত দু’দিন মঙ্গলবার সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত অভিযান পরিচালিত হয়। উচ্ছেদ অভিযানে তিন শতাধিক অবৈধ স্থাপনা ধ্বংস করে প্রায় পাঁচ একর জমি উদ্ধার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন বাংলাদেশ রেলওয়ের বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা ও ডেপুটি কমিশনার (রেলওয়ে ভূমি ও ইমারত) মো. নাসির উদ্দিন মাহমুদ।
অভিযান পরিচালনায় অংশ নেন বাংলাদেশ সেনাবাহিনী, রেলওয়ে, জেলা পুলিশ, গ্রামীন রেল পুলিশ (জিআরপি) ও প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা। উচ্ছেদকৃত স্থাপনার মধ্যে সাতগাঁও বাজার, রেলওয়ে কলোনী, আমরাইলছড়া রোড এবং সিন্দুরখান রোডের অবৈধ দোকানপাট রয়েছে। এমনকি এক বিলাসবহুল বাড়িও উচ্ছেদকাজে পড়েছে। রেলওয়ে সূত্রে জানা যায়, উচ্ছেদ অভিযানে উদ্ধারকৃত জমিতে রেলওয়ের ভূমি সংরক্ষণের পাশাপাশি ভবিষ্যতে উন্নয়নমূলক কাজে ব্যবহার করা হবে।
এ অভিযান এলাকায় যানজট কমানোর পাশাপাশি রেললাইনের নিরাপত্তা নিশ্চিত করতেও সহায়ক হবে। স্থানীয়রা বলেন, দীর্ঘদিন ধরে এই অবৈধ স্থাপনাগুলো রেলওয়ের জমিতে অবৈধভাবে গড়ে উঠেছিল। এর ফলে রেল চলাচলে বিঘ্ন ঘটত এবং জনজীবনও অসুবিধায় পড়ত। এই অভিযান সুষ্ঠু ভাবে পরিচালনা হওয়ায় এলাকার মানুষ স্বস্তি পেয়েছেন।