নিজস্ব প্রতিবেদক: নেত্রকোনার দুর্গাপুরে উপজেলা প্রশাসন, যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে ও ডিএসকে’র সহায়তায় জাতীয় যুব দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (১২ আগস্ট) সকালে যুব র্যালী, আলোচনা সভা ও গাছের চারা বিতরণের মাধ্যমে এ দিবস পালিত হয়।
‘‘প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি’’ এ প্রতিপাদ্যে সর্বস্তরের অংশগ্রহনে যুব র্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবুল খায়ের নুর মোহাম্মদ এর সভাপতিত্বে ও একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউএনও আফরোজা আফসানা।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদার, দুর্গাপুর থানার ওসি মাহমুদুল হাসান, প্রেসক্লাব সভাপতি তোবারক হোসেন খোকন, সাংবাদিক সমিতির সভাপতি দিলোয়ার হোসেন তালুকদার, এনজিও সমন্বয়কারী রুপন কুমার সরকার, বৈষম্য বিরোধ ছাত্র আন্দোলনের সমন্বয়ক রাতুল কান রুদ্র, এসবি রক্তদান ফাউন্ডেশনের সভাপতি সৈকত সরকার প্রমুখ।
আলোচনা শেষে যুবক-যুবতীদের মাঝে ফলদ চারা বিতরণ করা হয়।
বক্তারা বলেন, যুবরাই দেশের প্রাণশক্তি। এদের ওপর দেশের অনেক কিছু নির্ভর করছে। দেশের যুবক-যুবতীদের উদ্দ্যেক্তা হিসেবে গড়ে তোলার জন্য সরকার কাজ করে যাচ্ছেন। মাদক ও জঙ্গিবাদ যেন যুব-সমাজকে বিপথগামী করতে না পারে সেদিকে নজর দেওয়ার জন্য সকলকে আহবান জানানো হয়।