নিজস্ব প্রতিবেদক: “প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারত্বে অগ্রগতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনার পূর্বধলায় উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে জাতীয় যুব দিবস-২০২৫ বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে উদযাপিত হয়েছে।
মঙ্গলবার (১২ আগস্ট) দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালি বের হয়।
র্যালি শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে বেলা সাড়ে ১১টায় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো আলাউদ্দিন খান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার নাজনীন আখতার।
সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা পারভেজ হাসানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা হাবিবুর রহমান, পরিসংখ্যান কর্মকর্তা জাহিদুল ইসলাম, আইসিটি কর্মকর্তা রফিকুল ইসলাম, যুব উদ্যোক্তা বাবুল মৃধা, এলিনা জাহান প্রীতি, ফিরোজা সুলতানা, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা যুব উন্নয়ন দপ্তরের বিভিন্ন কোর্সের প্রশিক্ষণার্থী বৃন্দ এবং সফল আত্মকর্মীবৃন্দ।
আলোচনা সভা শেষে প্রশিক্ষণপ্রাপ্ত যুবকদের মাঝে ফলজ বৃক্ষ, যুব ঋণের চেক ও প্রশিক্ষণ সনদপত্র বিতরণ করা হয়েছে।