জলঢাকা:
নীলফামারীর জলঢাকায় পালিত হয়েছে দৈনিক করতোয়া পত্রিকার ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী। মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে প্রেসক্লাব কার্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। করতোয়া পত্রিকার উপজেলা প্রতিনিধি ও সাবেক প্রেসক্লাব এর সভাপতি আলহাজ মাহাবুবর রহমান মনির সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্হিত ছিলেন আলহেরা এডুকেয়ার হোম এর ব্যবস্থাপনা পরিচালক আলহাজ সিদ্দীকুর রহমান, প্রেসক্লাব সাধারণ সম্পাদক শাহ্ জাহান কবীর লেলিন, সাংবাদিক মাহাদী হাসান মানিক ও মনিরুজ্জামান লেবু।
প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে বক্তব্য দেন জাতীয় সাংবাদিক সংস্থা জলঢাকা উপজেলা শাখার সাধারণ সম্পাদক রিয়াদ ইসলাম, রিপোর্টার্স ইউনিটির সভাপতি রাশেদুজ্জামান সুমন ও নজরুল ইসলাম মানিক। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থা জলঢাকা উপজেলা শাখার সহ-সভাপতি এমদাদুল হক সাজু, সহ-সাধারণ সম্পাদক মনিরুজ্জামান শান্ত, সদস্য এহসান এলাহী এবং রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি মো.সুমন আজাদসহ স্থানীয় সংবাদকর্মীরা। অনুষ্ঠানে অতিথিরা পত্রিকার দীর্ঘ সাফল্যময় পথচলার প্রশংসা করেন এবং ভবিষ্যতে সত্য ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান। অনুষ্ঠানে কেক কেটে ৫০ বছরের পথচলা উদযাপন করা হয় এবং অতিথিদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।