জেলা প্রতিনিধি,নড়াইল:
নড়াইলের কালিয়ায় এক সাংবাদিককে হাত-পা কেটে জবাই করে নদীতে ফেলে দেওয়ার ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ উঠেছে স্থানীয় এক যুবলীগ নেতার বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। হুমকির পর থেকে তিনি ও তার পরিবার মারাত্মক নিরাপত্তাহীনতায় রয়েছেন।
জানা গেছে, দৈনিক খুলনাঞ্চল পত্রিকার কালিয়া উপজেলা প্রতিনিধি ও কালিয়া প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক বাবলু মল্লিক (৩৯) রবিবার (১০ আগস্ট) বিকেলে এ হুমকি পান। জিডিতে উল্লেখ করা হয়, ওইদিন বিকেল ৫টার দিকে পহরডাঙ্গা ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক নূরে আলম কাজী নান্টু (৪৫) অজ্ঞাত আরও ৩-৪ জনকে সঙ্গে নিয়ে বাবলু মল্লিকের বাড়িতে যান।
তখন তিনি বাড়িতে না থাকায় পরিবারের কাছে তার সঙ্গে যোগাযোগের কথা বলেন। পরে বাবলু মল্লিক নিজেই মোবাইল ফোনে নূরে আলম কাজীর সঙ্গে কথা বললে, তিনি অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন এবং সাংবাদিকতা ছেড়ে দেওয়ার হুমকি দেন। না ছাড়লে হাত-পা কেটে জবাই করে নদীতে ফেলে দেওয়ার ভয় দেখান। এ সময় অভিযুক্তরা আরও নানা ধরনের ভয়ভীতি প্রদর্শন করেন বলে জিডিতে উল্লেখ রয়েছে।
বাবলু মল্লিক বলেন, “হুমকির পর থেকে আমি ও আমার পরিবার আতঙ্কে দিন কাটাচ্ছি। যেকোনো সময় আমাদের ক্ষতি করা হতে পারে বলে শঙ্কা করছি।” এ বিষয়ে নড়াগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) আশিকুর রহমান বলেন, “ঘটনাটি জিডি হিসেবে নথিভুক্ত করা হয়েছে।
বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।” যুবলীগ নেতা নূরে আলম কাজী নান্টুর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি হুমকির বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করেন। তিনি বলেন, “আমি কোনোভাবেই তাকে হুমকি দিইনি। বিষয়টি ভিত্তিহীন ও উদ্দেশ্যমূলক।”
কালিয়া প্রেসক্লাবের সভাপতি গোলাম মোর্শেদ বলেন, “এটি সাংবাদিকের নিরাপত্তার ওপর সরাসরি হামলা। আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। দ্রুত তদন্তপূর্বক দোষীদের আইনের আওতায় আনতে হবে।” স্থানীয় সাংবাদিক সমাজ মনে করছে, এ ধরনের হুমকি মুক্ত সাংবাদিকতার জন্য মারাত্মক হুমকি তৈরি করছে। সঠিক তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা না নিলে এর প্রভাব গোটা পেশাজীবী মহলে নেতিবাচক হবে।