নীলফামারী জেলা প্রতিনিধি:
নীলফামারীতে ‘উপজেলা নাগরিক প্লাটফর্মের ত্রৈ-মাসিক সভা সোমবার(১১আগস্ট) জেলা শহরের বাবুপাড়াস্থ ডেমক্রেসিওয়াচ কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। নাগরিক প্লাটফর্ম আহবায়ক আকতার উল আলমের সভাপতিত্বে ডেমক্রেসিওয়াচ’র ফেসিং প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মুজিবার রহমান সভায় স্বাগত বক্তব্য দেন। এতে প্রকল্পের ক্যাপাসিটি বিল্ডিং ও আউটরিচ কো-অর্ডিনেটর আব্দুস সেলিম প্রকল্পের উদ্দেশ্য উপস্থাপন করেন।
আব্দুস সেলিম বলেন, নাগরিক সমাজের সংগঠনের মধ্যে পারস্পরিক সহযোগিতা, অংশীদারিত্ব এবং নেটওয়ার্ক বৃদ্ধি করা, অন্তর্ভুক্তিমূলক ও গুরুত্ব প্রদানকারী নীতিমালা প্রণয়নের লক্ষ্যে সংগঠনসমূহ জনগণ এবং সরকারের মধ্যে সহযোগিতা, যোগাযোগ, তথ্য আদান-প্রদান এবং সংলাপ এবং নেতৃবৃন্দের সমতা বৃদ্ধি করবে এই প্রকল্প। সভায় আগামী তিন মাসের কর্মপরিকল্পনা তৈরি করা হয়। প্রকল্পের সিনিয়র প্রোগ্রাম অফিসার নাদিরা আক্তার এ সময় উপস্থিত ছিলেন।
ফেসিং প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মুজিবার রহমান জানান, জেন্ডার সমতা অর্জন এবং বৈষম্য নিরসনে নাগরিক সম্পৃক্ততা (ফেসিং) প্রকল্প জিএফএ কনসাল্টিং গ্রুপ জার্মান’র কারিগরী সহযোগীতায়, কানাডিয়ান হাই কমিশন এবং সুইজারর্যান্ড দুতাবাস’র আর্থিক সহযোগীতায় ডেমক্রেসিওয়াচ প্রকল্পটি নীলফামারীতে বাস্তবায়ন করছে।