দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

নিজস্ব প্রতিবেদক: সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকান্ডের প্রতিবাদে ও খুনিদের দ্রুত বিচারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নেত্রকোনার দুর্গাপুর সাংবাদিক সমিতির আয়োজনে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার রাতে দুর্গাপুর পৌর শহরে সংগঠনের কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

এ প্রতিবাদ সভায় সাংবাদিক সমিতির সভাপতি দিলোয়ার হোসেন তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাজেশ গৌড়’র সঞ্চালনায় বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি মামুন রণবীর, সাংগঠনিক সম্পাদক পলাশ সাহা, কোষাধ্যক্ষ শফিকুল আলম সজীব, সাবেক সাধারণ সম্পাদক কলি হাসান এবং কার্যনির্বাহী সদস্য সৈকত সরকার।

আলোচনাকালে বক্তারা সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নির্মমভাবে হত্যার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে অনতিবিলম্বে খুনিদের বিচার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

এছাড়া সাংবাদিক সাগর-রুনিসহ সকল সাংবাদিক হত্যার দ্রুত বিচার দাবি করেন তারা। দেশে গণমাধ্যমকর্মীদের নিরাপত্তার জন্য সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নের দাবি জানান আলোচকরা।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version